গোদাগাড়ীতে ৫শ” গ্রাম হেরোইনসহ আটক ১

- আপডেট সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫শ” গ্রাম হেরোইনসহ কেতাব আলী (৩২) নামের এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার রাত্রি ৩টা ৪০ মিনিটের সময় গোদাগাড়ী থানাধীন চর ভুবনপাড়া এলাকায় আাটক আসামির নিজ বসত বাড়ী থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক কেতাব আলী উপজেলার চর ভুবনপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, ও এসআই (নিঃ) মোঃ নাছিম উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালনা করে শনিবার ১৫ এপ্রিল রাত্রী ০৩.৪০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন চর ভুবনপাড়া গ্রামস্থ ধৃত আসামী তার বসত বাড়ীর ভিতর অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করাকালে ধৃত আসামীকে ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।