গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

- আপডেট সময় : ১২:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’’ এই স্লোগানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সজ্ঞয় কুমার মহন্তর সভাপেিতত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজন।
পহেল বৈশাখের উপর আলোচনা এবং স্কুল -কলেজ শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, গান ও কবিতা আবৃতি হয়।