গোদাগাড়ীতে ৫০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ১১:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন ২০২৫) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শ্রী দশরথ সরদার পঁচা (৪৪)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শ্রী সুজন সরদার এবং মাতার নাম শ্রীমতি খিরদা রানী।
পুলিশ জানায়, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (নিঃ) বরুণ সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দশরথ সরদার পঁচা তার বসতবাড়ির উত্তর দিকের একটি কক্ষে দেশীয় তৈরি চোলাইমদ ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
এ সময় পুলিশ মাদক ব্যবসায়ীর বসতবাড়ির ভিতরে চোলাইমদ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও মূল আসামি দশরথ সরদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।