গোদাগাড়ীতে বি আর টি সি বাসের ধাক্কায় কিশোর নিহত
- আপডেট সময় : ০১:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে বি আর টিসি বাস ও ভুটভুটি টেম্পু সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে । নিহত ওই কিশোরের নাম আব্দুল বারেক (১৫)। ৪ ই নভেম্বর সোমবার বেলা সাড়ে তিনটার সময় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুলতানগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বারেক গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রঞ্জুর ছেলে। ।
গোদাগাড়ী থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গোদাগাড়ী হতে একটি বেকারি কোম্পানির ভুটভুটি টেম্পু চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে চাঁপাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বিআরটিসি বাস ও চাঁপাই থেকে রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায় পৌঁছে একে অপরকে ওভারটেক করার সময় বেকারি কোম্পানির চলন্ত একটি ভটভুটিটেম্পুকে বিআরটিসি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ভুটভুটি টেম্পুতে থাকা বারেক মারাত্মকভাবে আহত হন । স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে আহত বারেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার সময়ে বারেক মারা যান।
এ ঘটনায় বারেক এর মামা সৈবুর রহমান বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছে । যার মামলা নং (৮)।
এদিকে বারেকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে ।
বারেক এর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া