ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোবারকগঞ্জ সুগার মিলে ৫৭ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ঝিনাইদহ সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ভারী শিল্প ঝিনাইদহার মোবারকগঞ্জ সুগার মিলের ৫৭ তম ২০২৩-২৪ মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম।

চলতি মাড়াই মৌসুমে ৪০ দিনে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ৬ শতাংশ হলে এ পরিমাণ চিনি উৎপাদন হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এ বছর মিলে প্রতিমণ আখের দাম ধরা হয়েছে ২২০ টাকা। এর আগের বছর মণ ছিল ১৮০ টাকা। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, চলতি রোপণ মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত একমাসে ২ হাজার ৫০ একর জমিতে চাষ হয়েছে। সামনে আরও এক মাসে প্রায় ১ হাজার জমিতে কৃষকরা আখ চাষ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মাঠে দণ্ডায়মান ৩ হাজার একরের মধ্যে প্রায় দুই হাজার একর মুড়ি আখ থাকবে। সব মিলিয়ে আগামী ২০২৪-২৫ মাড়াই মৌসুমে আখ রোপণ ও চিনি উৎপাদন বাড়বে। কৃষকরা আখের মূল্য বেশি পাওয়ায় এবছর আখচাষে ঝুকছেন বলেও যোগ করেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোবারকগঞ্জ সুগার মিলে ৫৭ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ভারী শিল্প ঝিনাইদহার মোবারকগঞ্জ সুগার মিলের ৫৭ তম ২০২৩-২৪ মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম।

চলতি মাড়াই মৌসুমে ৪০ দিনে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ৬ শতাংশ হলে এ পরিমাণ চিনি উৎপাদন হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এ বছর মিলে প্রতিমণ আখের দাম ধরা হয়েছে ২২০ টাকা। এর আগের বছর মণ ছিল ১৮০ টাকা। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, চলতি রোপণ মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত একমাসে ২ হাজার ৫০ একর জমিতে চাষ হয়েছে। সামনে আরও এক মাসে প্রায় ১ হাজার জমিতে কৃষকরা আখ চাষ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মাঠে দণ্ডায়মান ৩ হাজার একরের মধ্যে প্রায় দুই হাজার একর মুড়ি আখ থাকবে। সব মিলিয়ে আগামী ২০২৪-২৫ মাড়াই মৌসুমে আখ রোপণ ও চিনি উৎপাদন বাড়বে। কৃষকরা আখের মূল্য বেশি পাওয়ায় এবছর আখচাষে ঝুকছেন বলেও যোগ করেন এ কর্মকর্তা।