ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটিংয়ের সমস্যা দেখেন না বাবর, তবে ভিন্ন মত শাদাবের

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১৩ বার পড়া হয়েছে

রাওয়লাপিন্ডিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। অথচ আগে ব্যাট করতে নেমে দলটা করেছিল ১৭৮ রান। তবে ব্যাটিং উইকেটে সে রান জয়ের জন্য যথেষ্ট না। তাই হারের কারণ কী ধীরগতির ব্যাটিং? অধিনায়ক বাবর আজম অবশ্য সেটা মানতে রাজি নন।

ব্যাট হাতে পাকিস্তানের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে তুলেছিল ৫৪ রান। তবে মাঝের সময়টারে একটু ধীরগতির ব্যাটিং করেন বাবর ও রিজওয়ান। পরে আবার শাদাব খান ২০ বলে ৪১ রান করে সেটা পুষিয়ে দেন।

তবে তাতেও জয় নিয়ে মাঠ ছাড়া যায়নি। কিছু রান কম হয়েছে পাকিস্তানের। তবুও ব্যাটিং ধরণে সমস্যা দেখছেন না বাবর। তার মতে উইকেট অনুযায়ী ১০ রান কম করেছে তার দল।

‘আমার মনে হয় না সেটা পার্থক্য গড়েছে। কারণ আমরা শেষে তা পুষিয়ে দিয়েছি। আপনি বলতে পারেন আমরা ১০ রান কম করেছি। দুর্ভাগ্যজনকভাবে রিজওয়ানের চোটে ধাক্কা খেয়েছি। কারণ, নতুন ব্যাটারদের জন্য সহজ ছিল না। কিন্তু শাদাব পুষিয়ে দিয়েছে, ইরফানের সঙ্গে অসাধারণ জুটি গড়েছে। পিন্ডিতে ১৮০-১৯০ পার স্কোর।’

তবে দলটার সহ-অধিনায়ক শাদাব নজর দিতে চান ইমপ্যাক্টফুল ইনিংসের দিকে। তার মতে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করার চেয়ে ইমপ্যাক্টফুল ইনিংস খেলাটা বেশি জরুরি।

‘মাঝেমধ্যে আপনার ইমপ্যাক্টফুল ইনিংস লাগবে। বিশেষ করে এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করে যাওয়া কঠিন নয়, ইমপ্যাক্টপূর্ণ ইনিংস খেলাটাই কঠিন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যাটিংয়ের সমস্যা দেখেন না বাবর, তবে ভিন্ন মত শাদাবের

আপডেট সময় : ১১:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

রাওয়লাপিন্ডিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। অথচ আগে ব্যাট করতে নেমে দলটা করেছিল ১৭৮ রান। তবে ব্যাটিং উইকেটে সে রান জয়ের জন্য যথেষ্ট না। তাই হারের কারণ কী ধীরগতির ব্যাটিং? অধিনায়ক বাবর আজম অবশ্য সেটা মানতে রাজি নন।

ব্যাট হাতে পাকিস্তানের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে তুলেছিল ৫৪ রান। তবে মাঝের সময়টারে একটু ধীরগতির ব্যাটিং করেন বাবর ও রিজওয়ান। পরে আবার শাদাব খান ২০ বলে ৪১ রান করে সেটা পুষিয়ে দেন।

তবে তাতেও জয় নিয়ে মাঠ ছাড়া যায়নি। কিছু রান কম হয়েছে পাকিস্তানের। তবুও ব্যাটিং ধরণে সমস্যা দেখছেন না বাবর। তার মতে উইকেট অনুযায়ী ১০ রান কম করেছে তার দল।

‘আমার মনে হয় না সেটা পার্থক্য গড়েছে। কারণ আমরা শেষে তা পুষিয়ে দিয়েছি। আপনি বলতে পারেন আমরা ১০ রান কম করেছি। দুর্ভাগ্যজনকভাবে রিজওয়ানের চোটে ধাক্কা খেয়েছি। কারণ, নতুন ব্যাটারদের জন্য সহজ ছিল না। কিন্তু শাদাব পুষিয়ে দিয়েছে, ইরফানের সঙ্গে অসাধারণ জুটি গড়েছে। পিন্ডিতে ১৮০-১৯০ পার স্কোর।’

তবে দলটার সহ-অধিনায়ক শাদাব নজর দিতে চান ইমপ্যাক্টফুল ইনিংসের দিকে। তার মতে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করার চেয়ে ইমপ্যাক্টফুল ইনিংস খেলাটা বেশি জরুরি।

‘মাঝেমধ্যে আপনার ইমপ্যাক্টফুল ইনিংস লাগবে। বিশেষ করে এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করে যাওয়া কঠিন নয়, ইমপ্যাক্টপূর্ণ ইনিংস খেলাটাই কঠিন।’