ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিতে সিডনি টেস্টে ২য় দিন হলো অর্ধেক খেলা

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট। অস্ট্রেলিয়ার লক্ষ্য এই টেস্ট জিতে ওয়ার্নারকে বিদায়ী উপহার দেয়া এবং পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। লক্ষ্য অর্জন শেষ পর্যন্ত সম্ভব হবে কি না, বলা মুস্কিল।

কারণ, সিডনিতে আজ টেস্টের দ্বিতীয় দিন জয়ী হয়েছে বৃষ্টি। দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে তুমুল বৃষ্টি। আগের দিনের ১ ওভারে ৬ রানের সঙ্গে আজ অস্ট্রেলিয়া খেলেছে মাত্র ৬৪ ওভার। রান করেছে আরও ১১০টি। দ্বিতীয় দিন শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ২ উইকেটে ১১৬ রানে।

শেষ টেস্ট ম্যাচটা এখনও পর্যন্ত ওয়ার্নারের জন্য স্মরণীয় টেস্ট হতে পারলো না। কারণ মাত্র ৩৪ রান করে আউট হয়ে গেছেন তিনি।

সিডনি টেস্টের প্রখম দিন টস জিতে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে একের পর এক উইকেতট হারাতে থাকে তারা। মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান এবং ১০ম উইকেটে মির হামজাকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে মান রক্ষা করেন পাকিস্তানের।

প্রথম দিন শেষ বিকেলে ১ ওভার খেলার সুযোগ পায় অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছিলো ৬ রান। দ্বিতীয় দিন ব্যাট করতে নামার পর প্রথম সেশন ঠিকভাবেই শেষ হয়। দ্বিতীয় সেশনও শেষের কাছাকাছি চলে আসে। এমন সময় আকাশ মেঘে পুরোপুরি ঢেকে যায়। আলোর স্বল্পতা দেখা দিলে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।

স্থানীয় সময় ২টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশনের বিরতি দেয়া হয়। কিন্তু কোনো দল আর মাঠে নামতে পারেনি। কারণ, আকাশ কালো হয়ে আসার পর বৃষ্টিও শুরু হয়। শেষ পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ রেফারি দিনের খেলা বাতিল ঘোষণা করেন।

অর্থ্যাৎ সব মিলিয়ে আজ সারাদিন সিডনিতে খেলা হয়েছে ৪৬ ওভারের। পাকিস্তানের বিপক্ষে ১ম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৬ করেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা আউট হয়েছেন ৪৭ রানে। ডেভিড ওয়ার্নার ৩৪ রানে আউট হন। দিন শেষে মার্নাস লাবুশেন উইকেটে রয়েছেন ২৩ রানে। স্মিথ রয়েছেন ৬ রানে। পাকিস্তানের চেয়ে এখনও ১৯৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃষ্টিতে সিডনি টেস্টে ২য় দিন হলো অর্ধেক খেলা

আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট। অস্ট্রেলিয়ার লক্ষ্য এই টেস্ট জিতে ওয়ার্নারকে বিদায়ী উপহার দেয়া এবং পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। লক্ষ্য অর্জন শেষ পর্যন্ত সম্ভব হবে কি না, বলা মুস্কিল।

কারণ, সিডনিতে আজ টেস্টের দ্বিতীয় দিন জয়ী হয়েছে বৃষ্টি। দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে তুমুল বৃষ্টি। আগের দিনের ১ ওভারে ৬ রানের সঙ্গে আজ অস্ট্রেলিয়া খেলেছে মাত্র ৬৪ ওভার। রান করেছে আরও ১১০টি। দ্বিতীয় দিন শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ২ উইকেটে ১১৬ রানে।

শেষ টেস্ট ম্যাচটা এখনও পর্যন্ত ওয়ার্নারের জন্য স্মরণীয় টেস্ট হতে পারলো না। কারণ মাত্র ৩৪ রান করে আউট হয়ে গেছেন তিনি।

সিডনি টেস্টের প্রখম দিন টস জিতে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে একের পর এক উইকেতট হারাতে থাকে তারা। মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান এবং ১০ম উইকেটে মির হামজাকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে মান রক্ষা করেন পাকিস্তানের।

প্রথম দিন শেষ বিকেলে ১ ওভার খেলার সুযোগ পায় অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছিলো ৬ রান। দ্বিতীয় দিন ব্যাট করতে নামার পর প্রথম সেশন ঠিকভাবেই শেষ হয়। দ্বিতীয় সেশনও শেষের কাছাকাছি চলে আসে। এমন সময় আকাশ মেঘে পুরোপুরি ঢেকে যায়। আলোর স্বল্পতা দেখা দিলে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।

স্থানীয় সময় ২টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশনের বিরতি দেয়া হয়। কিন্তু কোনো দল আর মাঠে নামতে পারেনি। কারণ, আকাশ কালো হয়ে আসার পর বৃষ্টিও শুরু হয়। শেষ পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ রেফারি দিনের খেলা বাতিল ঘোষণা করেন।

অর্থ্যাৎ সব মিলিয়ে আজ সারাদিন সিডনিতে খেলা হয়েছে ৪৬ ওভারের। পাকিস্তানের বিপক্ষে ১ম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৬ করেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা আউট হয়েছেন ৪৭ রানে। ডেভিড ওয়ার্নার ৩৪ রানে আউট হন। দিন শেষে মার্নাস লাবুশেন উইকেটে রয়েছেন ২৩ রানে। স্মিথ রয়েছেন ৬ রানে। পাকিস্তানের চেয়ে এখনও ১৯৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।