ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের বিরুদ্ধে ১৬ রানে জয় পায় চট্টগ্রাম

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে

দুই দিনের বিরতির পর আজ থেকে শুরু হয়েছে বিপিএলের ঢাকা দ্বিতীয় পর্বের খেলা। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাট করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় বরিশালের ইনিংস থামে ১২৯ রানে। এতে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম।

চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ধীর গতিতে রান তুলতে থাকে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। তবে ইনিংস বড় করতে পারেনি শেহজাদ। ১৭ বলে ১৬ রান করে আউট হন এই পাকিস্তানি ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা সৌম্য সরকার ও ইনিংস বড় করতে পারেননি নিজের নামের শূন্য রান যোগ করতেই সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মিরাজও। ৪ বল খেলে খালি হাতে ফেরেন তিনি। এরপর তামিমকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। ১৩ বলে ৯ রান করে আউট হন মুশফিক। এরপর ১ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ৪৬ বলে ৪৯ রান করে আউট হন দেশ সেরা এই ওপেনার। এতে কিছুটা চাপে পড়ে বরিশাল। শেষ চার ওভারে বরিশালের জয়ের জন্য দরকার ছিল ৫০ রান।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শোয়েব মালিক। তবে ইনিংস বড় করতে পারেন তিনি। ১১ বলে ১৪ রান করে নাহিদুজ্জামানকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন এই পাকিস্তানি ব্যাটার। সহজ ম্যাচকে কঠিন করায় শেষ ১২ বলে বরিশালের লক্ষ্য দাঁড়ায় ৩৬ রান। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন সাইফউদ্দিন। ১৯তম ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে আউট হলে শেস আশাও শেষ হয় বরিশালের।

শেষ দিকে ছয় বলে ২৯ রানের লক্ষ্য দাঁড়ায় বরিশালের সামনে। তবে শেষ রক্ষা হয়নি বরিশালের নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে পারে বরিশাল। এতে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিন আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করতে নামেন ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। এই দুই ওপেনারে ভালো শুরু পায় চট্টগ্রাম। তবে দল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দলীয় ৩৯ রানে ১৯ বলে ১০ রান করে সাইফউদ্দিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন টস ব্রুস।

তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ব্রাউন। এই দুই জনের ব্যাটে ৩২ রান যোগ করে। তবে দলীয় ৭১ রানে ব্রাউন আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৮ রান করেন ব্রাউন। এরপর উইকেটে টিকে থাকলেও বেশ মন্থর ব্যাটিং করেন শাহাদাত হোসেন দীপু। দলীয় ১০৪ রানে যখন তিনি সাজঘরে ফেরেন, নামের পাশে তখন ২০ বলে ১৫ রান।

এদিকে বেশিক্ষণ টিকতে পারেননি নাজিবুল্লাহ জাদরান ও সৈকত আলীও। তবে একপাশে শেষ পর্যন্ত লড়ে গেছেন ব্রুস। তার তার ৫০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন মোহাম্মদ ইমরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশালের বিরুদ্ধে ১৬ রানে জয় পায় চট্টগ্রাম

আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

দুই দিনের বিরতির পর আজ থেকে শুরু হয়েছে বিপিএলের ঢাকা দ্বিতীয় পর্বের খেলা। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাট করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় বরিশালের ইনিংস থামে ১২৯ রানে। এতে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম।

চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ধীর গতিতে রান তুলতে থাকে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। তবে ইনিংস বড় করতে পারেনি শেহজাদ। ১৭ বলে ১৬ রান করে আউট হন এই পাকিস্তানি ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা সৌম্য সরকার ও ইনিংস বড় করতে পারেননি নিজের নামের শূন্য রান যোগ করতেই সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মিরাজও। ৪ বল খেলে খালি হাতে ফেরেন তিনি। এরপর তামিমকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। ১৩ বলে ৯ রান করে আউট হন মুশফিক। এরপর ১ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ৪৬ বলে ৪৯ রান করে আউট হন দেশ সেরা এই ওপেনার। এতে কিছুটা চাপে পড়ে বরিশাল। শেষ চার ওভারে বরিশালের জয়ের জন্য দরকার ছিল ৫০ রান।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শোয়েব মালিক। তবে ইনিংস বড় করতে পারেন তিনি। ১১ বলে ১৪ রান করে নাহিদুজ্জামানকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন এই পাকিস্তানি ব্যাটার। সহজ ম্যাচকে কঠিন করায় শেষ ১২ বলে বরিশালের লক্ষ্য দাঁড়ায় ৩৬ রান। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন সাইফউদ্দিন। ১৯তম ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে আউট হলে শেস আশাও শেষ হয় বরিশালের।

শেষ দিকে ছয় বলে ২৯ রানের লক্ষ্য দাঁড়ায় বরিশালের সামনে। তবে শেষ রক্ষা হয়নি বরিশালের নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে পারে বরিশাল। এতে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিন আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করতে নামেন ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। এই দুই ওপেনারে ভালো শুরু পায় চট্টগ্রাম। তবে দল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দলীয় ৩৯ রানে ১৯ বলে ১০ রান করে সাইফউদ্দিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন টস ব্রুস।

তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ব্রাউন। এই দুই জনের ব্যাটে ৩২ রান যোগ করে। তবে দলীয় ৭১ রানে ব্রাউন আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৮ রান করেন ব্রাউন। এরপর উইকেটে টিকে থাকলেও বেশ মন্থর ব্যাটিং করেন শাহাদাত হোসেন দীপু। দলীয় ১০৪ রানে যখন তিনি সাজঘরে ফেরেন, নামের পাশে তখন ২০ বলে ১৫ রান।

এদিকে বেশিক্ষণ টিকতে পারেননি নাজিবুল্লাহ জাদরান ও সৈকত আলীও। তবে একপাশে শেষ পর্যন্ত লড়ে গেছেন ব্রুস। তার তার ৫০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন মোহাম্মদ ইমরান।