ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পথচারী‌দের মা‌ঝে আওয়ামী লীগ নে‌ত্রী স্বপ্না খন্দকারের ইফতার সাম‌গ্রী বিতরণ

আরিফ রববানী , ময়মনসিংহ ||
  • আপডেট সময় : ১১:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে অসহায় পথচারী‌দের মা‌ঝে ইফতার সাম‌গ্রী বিতরণ কর‌ছেন আওয়ামী লীগের তরুণ নারী নেত্রী স্বপ্না খন্দকার । তিনি যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক।প্রতি রমজান মাসে মাসব্যাপী সমাজের অসহায় অবহেলিত মানুষ ও নগরীতে পথচারী রোজাদারদের জন্য ইফতার বিতরণ করেন মানবিক এই নেত্রী।

বৃহস্প‌তিবার (২৮শে মার্চ) বিকালে নগরীর চড়পাড়া এলাকায় বি‌ভিন্ন ‌রিকশা-ভ‌্যানচালক, দিনমজুরসহ প্রায় ৩ শতা‌ধিক পথচারীর মা‌ঝে ইফতার সাম‌গ্রী বিতরণ ক‌রেন তি‌নি।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকার জানান, রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। সেই চিন্তা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এ ক্ষুদ্র আয়োজন। আমি চাই আমার এ আয়োজন দেখে সারাদেশে এমন আরও আয়োজন হোক। গাড়িতে চলাচলরত রোজাদারদের জন্য এক প্যাকেট ইফতার অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, আমার বাসার পাশেই ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এলাকা চড়পাড়া মোড়। এখানে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মত গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা কেন্দ্র। এখানে ময়মনসিংহ জেলা শুধু নয়,বিভিন্ন জেলা থেকে রোগী নিয়ে এসে ভর্তি থাকে। প্রতিদিন এ পথে অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করে থাকে। সড়কে রোজাদার গাড়িচালক ও পথচারীরা ইফতার করতে অসুবিধায় পড়েন। তাদের কথা চিন্তা করে প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে ইফতারের আয়োজন করে আসছি।যে কেউ চাইলে আমার নিকট থেকে প্যাকেট নিয়ে ইফতার করতে পারবে। যারা নিতে চায় তাদের দেওয়া হচ্ছে প্যাকেট।রমজানের বা‌কি‌ দিনগু‌লো পর্যন্ত প্রতি‌দিন এসব অসহা‌য়ের হা‌তে ইফতার সাম‌গ্রী তু‌লে দে‌বেন ব‌লেও জানান তি‌নি।

তিনি বলেন, সমাজের সব বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন তাহলে কোনো রোজাদার ইফতারের সময় অভুক্ত থাকবে না।

স্থানীয়রা জানান, স্বপ্না খন্দকার প্রতিবছর তার ব্যক্তিগত উদ্যোগে সড়কে যাতায়াতকারী রোজাদারদের ইফতার করিয়ে থাকেন। এছাড়াও এলাকার কর্মহীন মানুষদের সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন তিনি। শহরের সবকটি মসজিদের সামনে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পানির ট্যাংকের ব্যবস্থাও করেছেন তিনি। স্বপ্না খন্দকারের এমন উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পথচারীরা।

উল্লেখ-স্বপ্না খন্দকার গত কোভিট-১৯ করোনাভাইরা‌সের দুর্যোগ মুহুর্তেও কর্মহীন নিম্ন আ‌য়ের মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পথচারী‌দের মা‌ঝে আওয়ামী লীগ নে‌ত্রী স্বপ্না খন্দকারের ইফতার সাম‌গ্রী বিতরণ

আপডেট সময় : ১১:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ময়মনসিংহ নগরীতে অসহায় পথচারী‌দের মা‌ঝে ইফতার সাম‌গ্রী বিতরণ কর‌ছেন আওয়ামী লীগের তরুণ নারী নেত্রী স্বপ্না খন্দকার । তিনি যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক।প্রতি রমজান মাসে মাসব্যাপী সমাজের অসহায় অবহেলিত মানুষ ও নগরীতে পথচারী রোজাদারদের জন্য ইফতার বিতরণ করেন মানবিক এই নেত্রী।

বৃহস্প‌তিবার (২৮শে মার্চ) বিকালে নগরীর চড়পাড়া এলাকায় বি‌ভিন্ন ‌রিকশা-ভ‌্যানচালক, দিনমজুরসহ প্রায় ৩ শতা‌ধিক পথচারীর মা‌ঝে ইফতার সাম‌গ্রী বিতরণ ক‌রেন তি‌নি।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকার জানান, রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। সেই চিন্তা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এ ক্ষুদ্র আয়োজন। আমি চাই আমার এ আয়োজন দেখে সারাদেশে এমন আরও আয়োজন হোক। গাড়িতে চলাচলরত রোজাদারদের জন্য এক প্যাকেট ইফতার অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, আমার বাসার পাশেই ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এলাকা চড়পাড়া মোড়। এখানে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মত গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা কেন্দ্র। এখানে ময়মনসিংহ জেলা শুধু নয়,বিভিন্ন জেলা থেকে রোগী নিয়ে এসে ভর্তি থাকে। প্রতিদিন এ পথে অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করে থাকে। সড়কে রোজাদার গাড়িচালক ও পথচারীরা ইফতার করতে অসুবিধায় পড়েন। তাদের কথা চিন্তা করে প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে ইফতারের আয়োজন করে আসছি।যে কেউ চাইলে আমার নিকট থেকে প্যাকেট নিয়ে ইফতার করতে পারবে। যারা নিতে চায় তাদের দেওয়া হচ্ছে প্যাকেট।রমজানের বা‌কি‌ দিনগু‌লো পর্যন্ত প্রতি‌দিন এসব অসহা‌য়ের হা‌তে ইফতার সাম‌গ্রী তু‌লে দে‌বেন ব‌লেও জানান তি‌নি।

তিনি বলেন, সমাজের সব বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন তাহলে কোনো রোজাদার ইফতারের সময় অভুক্ত থাকবে না।

স্থানীয়রা জানান, স্বপ্না খন্দকার প্রতিবছর তার ব্যক্তিগত উদ্যোগে সড়কে যাতায়াতকারী রোজাদারদের ইফতার করিয়ে থাকেন। এছাড়াও এলাকার কর্মহীন মানুষদের সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন তিনি। শহরের সবকটি মসজিদের সামনে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পানির ট্যাংকের ব্যবস্থাও করেছেন তিনি। স্বপ্না খন্দকারের এমন উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পথচারীরা।

উল্লেখ-স্বপ্না খন্দকার গত কোভিট-১৯ করোনাভাইরা‌সের দুর্যোগ মুহুর্তেও কর্মহীন নিম্ন আ‌য়ের মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।