ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তিন দশক পর ইউনাইটেডকে হারাল নটিংহ্যাম, বছরের শেষটা জয়ে রাঙাল ম্যানসিটি

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

১৯৯৪ সালের পর নটিংহ্যামের বিপক্ষে প্রথমবার হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৩ সাল ‘রেড ডেভিলরা’ শেষ করল হারের বিষাদে নীল হয়ে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যামের মাঠে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। নিকলাস দমিনগেসের গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মার্কাস র্যাশফোর্ড। এরপর মরগ্যান গিবস-হোয়াইট গড়ে দেন ম্যাচের ভাগ্য।

প্রিমিয়ার লিগে এর আগে ইউনাইটেডের বিপক্ষে নটিংহ্যাম একমাত্র জয়টি পেয়েছিল ১৯৯৪ সালে; ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।

৬৪তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে এগিয়ে যায় নটিংহ্যাম। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে দমিনগেসের উদ্দেশে আড়াআড়ি ক্রস বাড়ান গনসালো মনতিয়েল। আর্জেন্টাইন মিডফিল্ডার নিখুঁত শটে খুঁজে নেন জাল। কিছু বুঝেই উঠতে পারেননি ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা।

পিছিয়ে পড়ার পরই গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করে ইউনাইটেড। ৬৭তম মিনিটে কর্নারে আলেহান্দ্রো গারনাচোর সাইড ভলি যায় বাইরে। ৭৮তম মিনিটে স্বস্তি ফিরে ইউনাইটেড শিবিরে। এই গোলে অবশ্য নটিংহ্যাম গোলরক্ষকের ভুলের দায় সবচেয়ে বেশি।

ইউনাইটেডের এই স্বস্তিও উবে যায় চার মিনিট পরই। ক্রিস্তিয়ান এরিকসেনের শট টার্নার ফেরানোর পরই পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার পাস পেয়ে বক্সের উপরে ঠিক মাঝখান থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন মরগ্যান গিবস-হোয়াইট। ওনানা ঝাঁপিয়েও পাননি বলের নাগাল।

এদিকে শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে আক্রমণের ঝড় তুলতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে অনায়াস জয় ঠিকই পেল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রদ্রির গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেস।

প্রায় দুই মাসের মধ্যে এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা একাধিক জয় পেল সিটি। পাঁচ শিরোপা জয়ের বছরটা শেষ করল হাসিমুখে। এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। ১৯ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৪০।

একই সময়ে শুরু আরেক ম্যাচে বার্নলিকে ৩-২ গোলে হারানো অ্যাস্টন ভিলা উঠেছে দুইয়ে। ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে দলটির পয়েন্ট ৪২। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লিভারপুল, ইয়ুর্গেন ক্লপের দল একটি ম্যাচ কম খেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন দশক পর ইউনাইটেডকে হারাল নটিংহ্যাম, বছরের শেষটা জয়ে রাঙাল ম্যানসিটি

আপডেট সময় : ০৫:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

১৯৯৪ সালের পর নটিংহ্যামের বিপক্ষে প্রথমবার হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৩ সাল ‘রেড ডেভিলরা’ শেষ করল হারের বিষাদে নীল হয়ে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যামের মাঠে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। নিকলাস দমিনগেসের গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মার্কাস র্যাশফোর্ড। এরপর মরগ্যান গিবস-হোয়াইট গড়ে দেন ম্যাচের ভাগ্য।

প্রিমিয়ার লিগে এর আগে ইউনাইটেডের বিপক্ষে নটিংহ্যাম একমাত্র জয়টি পেয়েছিল ১৯৯৪ সালে; ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।

৬৪তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে এগিয়ে যায় নটিংহ্যাম। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে দমিনগেসের উদ্দেশে আড়াআড়ি ক্রস বাড়ান গনসালো মনতিয়েল। আর্জেন্টাইন মিডফিল্ডার নিখুঁত শটে খুঁজে নেন জাল। কিছু বুঝেই উঠতে পারেননি ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা।

পিছিয়ে পড়ার পরই গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করে ইউনাইটেড। ৬৭তম মিনিটে কর্নারে আলেহান্দ্রো গারনাচোর সাইড ভলি যায় বাইরে। ৭৮তম মিনিটে স্বস্তি ফিরে ইউনাইটেড শিবিরে। এই গোলে অবশ্য নটিংহ্যাম গোলরক্ষকের ভুলের দায় সবচেয়ে বেশি।

ইউনাইটেডের এই স্বস্তিও উবে যায় চার মিনিট পরই। ক্রিস্তিয়ান এরিকসেনের শট টার্নার ফেরানোর পরই পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার পাস পেয়ে বক্সের উপরে ঠিক মাঝখান থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন মরগ্যান গিবস-হোয়াইট। ওনানা ঝাঁপিয়েও পাননি বলের নাগাল।

এদিকে শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে আক্রমণের ঝড় তুলতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে অনায়াস জয় ঠিকই পেল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রদ্রির গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেস।

প্রায় দুই মাসের মধ্যে এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা একাধিক জয় পেল সিটি। পাঁচ শিরোপা জয়ের বছরটা শেষ করল হাসিমুখে। এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। ১৯ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৪০।

একই সময়ে শুরু আরেক ম্যাচে বার্নলিকে ৩-২ গোলে হারানো অ্যাস্টন ভিলা উঠেছে দুইয়ে। ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে দলটির পয়েন্ট ৪২। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লিভারপুল, ইয়ুর্গেন ক্লপের দল একটি ম্যাচ কম খেলেছে।