ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আবারো চেন্নাইকে নিজের সামর্থ্য দেখালেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৭ বার পড়া হয়েছে

চলতি আইপিএলের শুরু থেকেই বেশ ছন্দে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল কলকাতার বিপক্ষে আরো একবার চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করলেন এই কাটার মাস্টার।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। ‘ডট’ বল খেলান তিনি দলের হয়ে সর্বোচ্চ ১৬টি।

মুস্তাফিজের করা ইনিংসের শেষ ওভারে ব্যাট থেকে আসে স্রেফ ১ রান, শেষ বলে বাই থেকে রান আসে একটি। উইকেট পড়ে এই ওভারে ২টি।

টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতাকে ১৩৭ রানে আটকে রাখে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ফিফটিতে তারা ৭ উইকেটে জিতে যায় ১৪ বল হাতে রেখেই।

আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের তৃতীয় জয় এটি।

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলে বাউন্ডারি হজম করেন মুস্তাফিজ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে চার মারেন রাঘুবানশি। তবে এরপর দারুণ বোলিংয়ে তিনি বেঁধে রাখেন রাঘুবানশি ও সুনিল নারাইনকে। শেষ ৫ বলে আসে স্রেফ ১ রান, সঙ্গে দেন একটি ওয়াইড।

পরের ওভারে প্রথমবার আক্রমণে এসেই দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন জাদেজা। বাঁহাতি স্পিনার পরের ওভারে বিদায় করেন ভেঙ্কাটেশ আইয়ারকে। রামানদিপ সিংকে বেশিক্ষণ টিকতে দেননি অফ স্পিনার মাহিশ থিকশানা। দ্বাদশ ওভারে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা।

অষ্টাদশ ওভারে যখন বোলিংয়ে ফেরেন মুস্তাফিজ, কলকাতার রান তখন ৬ উইকেটে ১১৩। প্রথম দুই বলে স্লোয়ারে পরাস্ত হন আন্দ্রে রাসেল। এরপর ‘নো’ বলে (ওভারস্টেপ) চার মারেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। চতুর্থ বলে উইকেট পেতে পারতেন মুস্তাফিজ, কিন্তু উইকেটের পেছনে হাত বাড়িয়ে রাসেলের ক্যাচ নিতে ব্যর্থ হন কিপার মাহেন্দ্র সিং ধোনি।

১৯তম ওভারে রাসেলকে ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন তুষার। শেষ ওভারে প্রথম বলেই কলকাতার সর্বোচ্চ স্কোরার ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে (৩৪) ফিরিয়ে দেন মুস্তাফিজ। স্লোয়ার ডেলিভারি তুলে মারেন ব্যাটসম্যান, ডিপ মিডউইকেটে ক্যাচ নেন জাদেজা।

দ্বিতীয় বলে আরেকটি স্লোয়ারে অল্পের জন্য বোল্ড হননি মিচেল স্টার্ক। পরের বলেও ব্যাট ছোঁয়াতে পারেননি এই অস্ট্রেলিয়ান। এরপর শর্ট বলে ডিপ স্লয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পঞ্চম বলে আসে এক রান। শেষ বলে আরেকটি স্লোয়ারে ব্যাট ছোঁয়াতে পারেননি অনুকুল রয়, বাই থেকে আসে ১ রান। চেন্নাইয়ের সফলতম বোলার এদিন জাদেজা। ৪ ওভারে স্রেফ ১৮ রানে ৩ উইকেট নেন তিনি।

আসরে মুস্তাফিজের উইকেট হলো চার ম্যাচে ৯টি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে নেমে গেলেন ইউজভেন্দ্রা চেহেল। রাজস্থান রয়্যালসের হয়ে এই স্পিনারের উইকেট ৮টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবারো চেন্নাইকে নিজের সামর্থ্য দেখালেন মুস্তাফিজ

আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

চলতি আইপিএলের শুরু থেকেই বেশ ছন্দে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল কলকাতার বিপক্ষে আরো একবার চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করলেন এই কাটার মাস্টার।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। ‘ডট’ বল খেলান তিনি দলের হয়ে সর্বোচ্চ ১৬টি।

মুস্তাফিজের করা ইনিংসের শেষ ওভারে ব্যাট থেকে আসে স্রেফ ১ রান, শেষ বলে বাই থেকে রান আসে একটি। উইকেট পড়ে এই ওভারে ২টি।

টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতাকে ১৩৭ রানে আটকে রাখে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ফিফটিতে তারা ৭ উইকেটে জিতে যায় ১৪ বল হাতে রেখেই।

আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের তৃতীয় জয় এটি।

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলে বাউন্ডারি হজম করেন মুস্তাফিজ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে চার মারেন রাঘুবানশি। তবে এরপর দারুণ বোলিংয়ে তিনি বেঁধে রাখেন রাঘুবানশি ও সুনিল নারাইনকে। শেষ ৫ বলে আসে স্রেফ ১ রান, সঙ্গে দেন একটি ওয়াইড।

পরের ওভারে প্রথমবার আক্রমণে এসেই দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন জাদেজা। বাঁহাতি স্পিনার পরের ওভারে বিদায় করেন ভেঙ্কাটেশ আইয়ারকে। রামানদিপ সিংকে বেশিক্ষণ টিকতে দেননি অফ স্পিনার মাহিশ থিকশানা। দ্বাদশ ওভারে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা।

অষ্টাদশ ওভারে যখন বোলিংয়ে ফেরেন মুস্তাফিজ, কলকাতার রান তখন ৬ উইকেটে ১১৩। প্রথম দুই বলে স্লোয়ারে পরাস্ত হন আন্দ্রে রাসেল। এরপর ‘নো’ বলে (ওভারস্টেপ) চার মারেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। চতুর্থ বলে উইকেট পেতে পারতেন মুস্তাফিজ, কিন্তু উইকেটের পেছনে হাত বাড়িয়ে রাসেলের ক্যাচ নিতে ব্যর্থ হন কিপার মাহেন্দ্র সিং ধোনি।

১৯তম ওভারে রাসেলকে ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন তুষার। শেষ ওভারে প্রথম বলেই কলকাতার সর্বোচ্চ স্কোরার ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে (৩৪) ফিরিয়ে দেন মুস্তাফিজ। স্লোয়ার ডেলিভারি তুলে মারেন ব্যাটসম্যান, ডিপ মিডউইকেটে ক্যাচ নেন জাদেজা।

দ্বিতীয় বলে আরেকটি স্লোয়ারে অল্পের জন্য বোল্ড হননি মিচেল স্টার্ক। পরের বলেও ব্যাট ছোঁয়াতে পারেননি এই অস্ট্রেলিয়ান। এরপর শর্ট বলে ডিপ স্লয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পঞ্চম বলে আসে এক রান। শেষ বলে আরেকটি স্লোয়ারে ব্যাট ছোঁয়াতে পারেননি অনুকুল রয়, বাই থেকে আসে ১ রান। চেন্নাইয়ের সফলতম বোলার এদিন জাদেজা। ৪ ওভারে স্রেফ ১৮ রানে ৩ উইকেট নেন তিনি।

আসরে মুস্তাফিজের উইকেট হলো চার ম্যাচে ৯টি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে নেমে গেলেন ইউজভেন্দ্রা চেহেল। রাজস্থান রয়্যালসের হয়ে এই স্পিনারের উইকেট ৮টি।