হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের ঝটিকা মিছিল
- আপডেট সময় : ০৯:৪৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে রাজধানীর ফকিরাপুলে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৯ নভেম্বর) সকালের মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।
এছাড়াও মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান পলাশ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকরাম খান, সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রিদওয়ান, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম প্রমুখ।
এছাড়াও সকালে ঢাকার একাধিক পয়েন্ট হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিচ্ছিন্নভাবে একেক জায়গায় অনুষ্ঠিত এসব মিছিলে ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল, সহ দফতর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য রাকিব রায়হান, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবদুল হামিদ, আঁখি হল তিতুমীর কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজীব, হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, হাতিরঝিল থানা ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ ইসমাইল, পল্টন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম মজুমদার, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীনসহ নেতৃবৃন্দ।