ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট্রাল হাসপাতালে অপারেশন বন্ধ রাখার নির্দেশ

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতকের মৃত্যু এবং মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনা তদন্তে হাসপাতালটি পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধি দল। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে সবধরনের অপারেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে অধিদফতরের উপপরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের পরিদর্শন শেষে এ নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শক দলের নির্দেশনায় বলা হয়েছে, সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও জরুরি সেবার মান সন্তোষজনক নয়। এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাসপাতালটির অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে ভুক্তভোগীর চিকিৎসক ড. সংযুক্তা সাহা স্বাস্থ্য অধিদফতরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তী সময়ে সেন্ট্রাল হাসপাতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না।

এছাড়াও পরিদর্শন টিম মাহবুবা রহমান আঁখির চিকিৎসাজনিত অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিকে একাধিক নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে:

১. মাহবুবর রহমান আঁখির পরিবারের কাছ থেকে নেওয়া চিকিৎসা বাবদ সব খরচ এবং পরবর্তী সময়ে চিকিৎসাজনিত জটিলতার যাবতীয় ব্যয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

২. ভুক্তভোগী রোগীর চিকিৎসায় জড়িত সব চিকিৎসক এবং চিকিৎসাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র বিএমডিসিতে পাঠানো হবে। বিএমডিসি থেকে চিকিৎসকদের নিবন্ধন বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৩. আদালতে চলমান মামলায় অভিযুক্ত ডা. শাহজাদী ও ডা. মুন্নার আইনি যাবতীয় খরচ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

৪. অভিযোগসংক্রান্ত সব কাগজপত্র স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠাতে হবে, পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

৫. ভুক্তভোগী রোগীর পরিবার কোনো ক্ষতিপূরণ দাবি করলে বিদ্যমান আইনি প্রক্রিয়া আবেদন করতে হবে।

এসব নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেন্ট্রাল হাসপাতালে অপারেশন বন্ধ রাখার নির্দেশ

আপডেট সময় : ০৬:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতকের মৃত্যু এবং মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনা তদন্তে হাসপাতালটি পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধি দল। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে সবধরনের অপারেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে অধিদফতরের উপপরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের পরিদর্শন শেষে এ নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শক দলের নির্দেশনায় বলা হয়েছে, সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও জরুরি সেবার মান সন্তোষজনক নয়। এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাসপাতালটির অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে ভুক্তভোগীর চিকিৎসক ড. সংযুক্তা সাহা স্বাস্থ্য অধিদফতরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তী সময়ে সেন্ট্রাল হাসপাতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না।

এছাড়াও পরিদর্শন টিম মাহবুবা রহমান আঁখির চিকিৎসাজনিত অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিকে একাধিক নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে:

১. মাহবুবর রহমান আঁখির পরিবারের কাছ থেকে নেওয়া চিকিৎসা বাবদ সব খরচ এবং পরবর্তী সময়ে চিকিৎসাজনিত জটিলতার যাবতীয় ব্যয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

২. ভুক্তভোগী রোগীর চিকিৎসায় জড়িত সব চিকিৎসক এবং চিকিৎসাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র বিএমডিসিতে পাঠানো হবে। বিএমডিসি থেকে চিকিৎসকদের নিবন্ধন বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৩. আদালতে চলমান মামলায় অভিযুক্ত ডা. শাহজাদী ও ডা. মুন্নার আইনি যাবতীয় খরচ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

৪. অভিযোগসংক্রান্ত সব কাগজপত্র স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠাতে হবে, পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

৫. ভুক্তভোগী রোগীর পরিবার কোনো ক্ষতিপূরণ দাবি করলে বিদ্যমান আইনি প্রক্রিয়া আবেদন করতে হবে।

এসব নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।