শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

- আপডেট সময় : ১২:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
অরুনাচলে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। দুই দলের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়।
বাংলাদেশের হয়ে জালের দেখা পান মিঠু চৌধুরী, মুর্শেদ আলি, জয় আহমেদ, মিস করেন নাজমুল হুদা ফয়সাল ও সালাহ উদ্দিন শাহেদ।
ভারতের হয়ে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আরবাস, ঋষি সিং, জদ্রিক আব্রানচেস ও অধিনায়ক সামি। মিস করেন রোহেন সিং।
দ্বিতীয় শিট নিতে আসা রোহেনের শট ঝাঁপিয়ে আটকে বাংলাদেশকে এগিয়ে টাইব্রেকারে এগিয়ে নেন ইসমাইল। কিন্তু পরে টানা দুই শট মিস করে বাংলাদেশ। চতুর্থ শট নিতে আসা ফয়সাল উড়িয়ে মারেন ক্রসবারের উপর দিয়ে। পঞ্চম শট নিতে আসা সালাহ উদ্দিনের দুর্বল শট বাঁম দিকে ঝাঁপিয়ে অনায়াসে আটকান ভারত গোলরক্ষক। তাতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে শিরোপা জয়ের আশা গুঁড়িয়ে যায় বাংলাদেশের।
ভরা গ্যালারিকে আনন্দে ভাসিয়ে দ্বিতীয় মিনিটে অভাবনীয় গোলে এগিয়ে যায় ভারত। ডান দিকের লাইনের কাছাকাছি, দূরত্বও প্রায় ৩৫ গজ, সেখান থেকেই সিঙ্গামেইয়ুন সামির ফ্রি কিক হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলকিপার ইসমাইল হোসেন মাহিনকে বোকা বানিয়ে জালে জড়ায়। ফ্রি কিকের আগে অবশ্য পোস্ট ছেড়ে একটু বেরিয়ে এসেছিলেন মাহিন।
এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে ভারত। সপ্তদশ মিনিটে রোহেন সিংয়ের হেড আটকান ইসমাইল, তবে গ্লাভসে জমাতে পারেননি। রোহেনের ফিরতি শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু বক্সে গিয়ে কার্যকরী হতে পারছিল না কেউ। ৫৬তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুর্বল শটে গোলকিপারের হাতে বল তুলে দেন ফয়সাল।
৬০তম মিনিটে আরও একবার হতাশ হয় বাংলাদেশ। বক্সের বেশ বাইরে থেকে মুর্শেদের শট লাফিয়ে আঙুলের টোকায় কোনোমতে কর্নার করে দেন।
এই কর্নারই হয়ে ওঠে সমতায় ফেরার উপলক্ষ্য। বক্সে জটলার ভেতর থেকে কয়েক পা ঘুরে পাওয়া বলে বদলি জয় আহমেদের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। এবারের আসরে এটি ছিল ভারতের প্রথম গোল হজম!