ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শুভাকাঙ্ক্ষী হিসেবে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে জাপা নেতাদের বৈঠকের পর এ কথা জানান তিনি।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে যান পিটার হাস। তিনি বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর লেখা একটি চিঠি জাপা চেয়ারম্যানকে পৌঁছে দেন। এরপর দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা। বৈঠকে চিঠি হস্তান্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে জাপা নেতাদের বাংলাদেশের নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জাপা নেতারা।

বৈঠকে পিটার হাসকে নিজের লেখা দুটি বই ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’ ও ÔMISERIES OF MISCONCEIVED DEMOCRACY Volume-2 এবং ফুলের তোড়া উপহার দেন জিএম কাদের।

বৈঠক শেষে জাপা মহাসচিব সাংবাদিকদের জানান, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু লিখিত একটি চিঠি নিয়ে এসেছিলেন। পার্টির চেয়ারম্যানকে চিঠিটি হস্তান্তর করেন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে একই চিঠি দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান চিঠিটি পড়ে বৈঠকে উপস্থিত সবাইকে জানিয়েছেন বলে উল্লেখ করেন চুন্নু।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার যে এখানে (বাংলাদেশ) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জাপা মহাসচিব চুন্নু আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র একক একটি রাষ্ট্র, সেখানে আমরা গার্মেন্টসের প্রায় ৬ বিলিয়ন ডলার রপ্তানি করি। তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও উন্নয়নমূলক সম্পর্ক আছে। তারা একটি চিঠি দিয়েছে। তারা শুভাকাক্সক্ষী হিসেবে এখানে একটা সুষ্ঠু নির্বাচন চায়, সেটা চাইতে পারে। কিন্তু নির্বাচন কীভাবে হবে, সেটা আমাদের নিজস্ব বিষয়।’

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে জাতীয় পার্টি কী জানিয়েছে— এ বিষয়ে জানতে চাইলে চুন্নু বলেন, ‘এটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের কেন জানাব? বাংলাদেশের জনগণের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। পিটার হাসের সঙ্গে যে আন অফিশিয়াল কথাবার্তা হয়েছে তা এখানে (গণমাধ্যমে) বলার কিছু নেই।’

জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনে অংশ নেব কি না, এ বিষয়টি এখনো বলিনি। কারণ আমরা এখনো অপেক্ষা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাহলে আমরা নির্বাচনের বিষয়ে চিন্তা করব। আগামীকাল মঙ্গলবার (আজ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা দিয়েছি। প্রয়োজনে পরের দিন দলের প্রেসিডিয়ামের মিটিং ডাকব, সেখানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে আসব।’

নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি জাতীয় পার্টি নিয়ে রেখেছেন উল্লেখ করে চুন্নু বলেন, ‘প্রার্থী তালিকা তৈরি করা, পার্টির ইশতেহার, এসব কাজ করে রেখেছি। কিন্তু এখনো কয়েক দিন সময় আছে, সরকারও তফসিল ঘোষণা করেনি। আমরা জেলার নেতাদের কাছ থেকে নির্বাচন বিষয়ে কথা শুনব। তারপর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

সর্বশেষ অনুষ্ঠিত দুটি উপনির্বাচনে ভোটের প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, ‘আমি মনে করি না সেখানে আমাদের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তারপরও আমরা প্রতিযোগিতা করেছি। কিন্তু সেখানে কি সিল মারা বন্ধ ছিল? ছিল না। ফলে উপনির্বাচনে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। তাই আমরা বারবার বলছি, মানুষ যেন ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই পরিবেশ নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শুভাকাঙ্ক্ষী হিসেবে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্র শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে জাপা নেতাদের বৈঠকের পর এ কথা জানান তিনি।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে যান পিটার হাস। তিনি বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর লেখা একটি চিঠি জাপা চেয়ারম্যানকে পৌঁছে দেন। এরপর দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা। বৈঠকে চিঠি হস্তান্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে জাপা নেতাদের বাংলাদেশের নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জাপা নেতারা।

বৈঠকে পিটার হাসকে নিজের লেখা দুটি বই ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’ ও ÔMISERIES OF MISCONCEIVED DEMOCRACY Volume-2 এবং ফুলের তোড়া উপহার দেন জিএম কাদের।

বৈঠক শেষে জাপা মহাসচিব সাংবাদিকদের জানান, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু লিখিত একটি চিঠি নিয়ে এসেছিলেন। পার্টির চেয়ারম্যানকে চিঠিটি হস্তান্তর করেন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে একই চিঠি দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান চিঠিটি পড়ে বৈঠকে উপস্থিত সবাইকে জানিয়েছেন বলে উল্লেখ করেন চুন্নু।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার যে এখানে (বাংলাদেশ) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জাপা মহাসচিব চুন্নু আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র একক একটি রাষ্ট্র, সেখানে আমরা গার্মেন্টসের প্রায় ৬ বিলিয়ন ডলার রপ্তানি করি। তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও উন্নয়নমূলক সম্পর্ক আছে। তারা একটি চিঠি দিয়েছে। তারা শুভাকাক্সক্ষী হিসেবে এখানে একটা সুষ্ঠু নির্বাচন চায়, সেটা চাইতে পারে। কিন্তু নির্বাচন কীভাবে হবে, সেটা আমাদের নিজস্ব বিষয়।’

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে জাতীয় পার্টি কী জানিয়েছে— এ বিষয়ে জানতে চাইলে চুন্নু বলেন, ‘এটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের কেন জানাব? বাংলাদেশের জনগণের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। পিটার হাসের সঙ্গে যে আন অফিশিয়াল কথাবার্তা হয়েছে তা এখানে (গণমাধ্যমে) বলার কিছু নেই।’

জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনে অংশ নেব কি না, এ বিষয়টি এখনো বলিনি। কারণ আমরা এখনো অপেক্ষা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাহলে আমরা নির্বাচনের বিষয়ে চিন্তা করব। আগামীকাল মঙ্গলবার (আজ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা দিয়েছি। প্রয়োজনে পরের দিন দলের প্রেসিডিয়ামের মিটিং ডাকব, সেখানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে আসব।’

নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি জাতীয় পার্টি নিয়ে রেখেছেন উল্লেখ করে চুন্নু বলেন, ‘প্রার্থী তালিকা তৈরি করা, পার্টির ইশতেহার, এসব কাজ করে রেখেছি। কিন্তু এখনো কয়েক দিন সময় আছে, সরকারও তফসিল ঘোষণা করেনি। আমরা জেলার নেতাদের কাছ থেকে নির্বাচন বিষয়ে কথা শুনব। তারপর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

সর্বশেষ অনুষ্ঠিত দুটি উপনির্বাচনে ভোটের প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, ‘আমি মনে করি না সেখানে আমাদের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তারপরও আমরা প্রতিযোগিতা করেছি। কিন্তু সেখানে কি সিল মারা বন্ধ ছিল? ছিল না। ফলে উপনির্বাচনে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। তাই আমরা বারবার বলছি, মানুষ যেন ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই পরিবেশ নেই।’