ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ জিয়ার মাজার জিয়ারতে বেগম খালেদা জিয়া

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করছেন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। তিনি গাড়িতেই বসে স্বামীর সমাধি জিয়ারত করেন।

বুধবার (৮ অক্টোবর) ১০টা ৩৫ মিনিটে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শায়রুল কবির জানান, রাত ১১টায় সাবেক প্রধানমন্ত্রী মাজারে পৌঁছান।

বিএনপির সিনিয়র নেতারা জানান, খালেদা জিয়ার এই জিয়ারত আচমকাই ঘটেছে। কেন হঠাৎ মাজারে যাওয়া হয়েছে তা তারা স্পষ্টভাবে জানেন না। তবে একজন কেন্দ্রীয় নেতা মন্তব্য করেছেন, এটি স্বাভাবিক তিনি নিজের স্বামীর মাজারে জিয়ারত করছেন।

অনেকের ধারণা, খালেদা জিয়া মুক্ত হওয়ার পর এতদিন একবারও মাজারে যাননি। তাই আজকের হঠাৎ জিয়ারতটি কিছুটা বিস্ময়কর। ধারণা করা হচ্ছে, এটি তার ব্যক্তিগত ইচ্ছা থেকেই করা হয়েছে।

বেগম খালেদার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনও ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন।

এ দিন রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জিয়ারতের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার জন্য উপস্থিত হন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

জিয়াউর রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরারা যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ জিয়ার মাজার জিয়ারতে বেগম খালেদা জিয়া

আপডেট সময় : ১১:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। তিনি গাড়িতেই বসে স্বামীর সমাধি জিয়ারত করেন।

বুধবার (৮ অক্টোবর) ১০টা ৩৫ মিনিটে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শায়রুল কবির জানান, রাত ১১টায় সাবেক প্রধানমন্ত্রী মাজারে পৌঁছান।

বিএনপির সিনিয়র নেতারা জানান, খালেদা জিয়ার এই জিয়ারত আচমকাই ঘটেছে। কেন হঠাৎ মাজারে যাওয়া হয়েছে তা তারা স্পষ্টভাবে জানেন না। তবে একজন কেন্দ্রীয় নেতা মন্তব্য করেছেন, এটি স্বাভাবিক তিনি নিজের স্বামীর মাজারে জিয়ারত করছেন।

অনেকের ধারণা, খালেদা জিয়া মুক্ত হওয়ার পর এতদিন একবারও মাজারে যাননি। তাই আজকের হঠাৎ জিয়ারতটি কিছুটা বিস্ময়কর। ধারণা করা হচ্ছে, এটি তার ব্যক্তিগত ইচ্ছা থেকেই করা হয়েছে।

বেগম খালেদার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনও ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন।

এ দিন রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জিয়ারতের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার জন্য উপস্থিত হন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

জিয়াউর রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরারা যাচ্ছেন।