সংবাদ শিরোনাম ::
শপথ নিলেন এমপি আরাফাত
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৪:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত শপথ গ্রহণ করেছেন। বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি ও হুইপ ইকবালুর রহিম।
১৭ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে মোহাম্মদ এ আরাফাত নৌকা প্রতীকে বিজয়ী হন। নির্বাচনে ১২৪টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।