রাজশাহী মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশে করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে নগরীর গনকপাড়া মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, নগর তাঁতী লীগ সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।