রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৯:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির নেতাকর্মীরা। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২ জুন) সকালে মিছিলটি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেওয়া দেয়।
মিছিলে ঢাকা মহাগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি সহ-ধানমন্ডি,কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির হাজারো নেতাকর্মীরা অংশ নেন।
গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিসহ অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়।