ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৪ আসনে আ‘লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডাঃ এম এ আজিজ

ময়মনসিংহ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক মহাসচিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

ময়মনসিংহের নন্দিত জননেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের (ময়মনসিংহ সদর) থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন ফরম ক্রয় করেও দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা করেন। এর পর দীর্ঘ দিন ধরে তিনি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড কে ঘরে ঘরে পৌছে দিতে গণসংযোগ উঠান বৈঠক করে যাচ্ছেন। পাশাপাশি করোনাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে নির্বাচনী এলাকায় বেশ সুনাম অর্জন করেন। দলীয় নেতা-কর্মী ছাড়াও ময়মনসিংহের সর্বপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

গতকাল দুপুরে দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন পেশার লোকজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট এর প্রার্থী হিসাবে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিলেও এবার আসনটি ছাড়তে নারাজ আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রার্থী বাছাই ফর্মুলায় ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর বিকল্প কোন প্রার্থী আওয়ামী লীগে নেই বলে জানান ময়মনসিংহের সদর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ-৪ আসনের (ময়মনসিংহ সদর উপজেলা) জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ । এসময় তার সাথে ছিলেন দলীয় নেতা-কর্মীরা।

এদিকে শনিবার সকালে নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহ করা হয়।

এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহ-৪ আসনে আ‘লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডাঃ এম এ আজিজ

আপডেট সময় : ০৯:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক মহাসচিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

ময়মনসিংহের নন্দিত জননেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের (ময়মনসিংহ সদর) থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন ফরম ক্রয় করেও দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা করেন। এর পর দীর্ঘ দিন ধরে তিনি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড কে ঘরে ঘরে পৌছে দিতে গণসংযোগ উঠান বৈঠক করে যাচ্ছেন। পাশাপাশি করোনাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে নির্বাচনী এলাকায় বেশ সুনাম অর্জন করেন। দলীয় নেতা-কর্মী ছাড়াও ময়মনসিংহের সর্বপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

গতকাল দুপুরে দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন পেশার লোকজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট এর প্রার্থী হিসাবে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিলেও এবার আসনটি ছাড়তে নারাজ আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রার্থী বাছাই ফর্মুলায় ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর বিকল্প কোন প্রার্থী আওয়ামী লীগে নেই বলে জানান ময়মনসিংহের সদর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ-৪ আসনের (ময়মনসিংহ সদর উপজেলা) জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ । এসময় তার সাথে ছিলেন দলীয় নেতা-কর্মীরা।

এদিকে শনিবার সকালে নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহ করা হয়।

এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।