ময়মনসিংহে মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ব্যাপক ঝাকজমমক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ মহিলা শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ ২০২৩) বিকাল ৫ ঘটিকায় সংগঠনটির ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ নাগরিক আন্দোলন অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা কেক কাটা ও সাধারন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মহিলা শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাসকিনা খানম লোবা সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামীতে সংগঠন কে শক্তিশালী করার মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে ও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জেলা ও মহানগর মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীরা ।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি শামীমা সুলতানা রুবি, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ কামরুন নাহার শিপো, কার্যকরী সভাপতি ফরিদা খাঁন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহানা আফরোজ বিউটি, সহসভাপতি হেলেনা আজাদ, তাহমিনা আক্তার রিতা, পারভীন আক্তার, শামছুন্নাহার রুমা, ইলোরা দাস, আছিয়া আক্তার, নুরজাহান ভূইয়া, প্রচার সম্পাদক এনি আফরিন ইলা প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীরা ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন।