মেসিকে বরণের সময় জানাল ইন্টার মায়ামি

- আপডেট সময় : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
অনেক আগেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি।
যদিও এখনও ক্লাবটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। তবে মেসিকে বরণ বা পরিচয় করে দেওয়ার তারিখ জানিয়েছে মায়ামি।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের শনিবারের (৮ জুলাই) প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ জুলাই মায়ামি নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’নামের এক আয়োজন করেছে। সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মায়ামি।
শুধু মেসিই নন, তারই সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্ডি আলাবাকেও পরিচয় করিয়ে দেবে মায়ামি। যদিও এখন পর্যন্ত আলাবার সঙ্গে চুক্তি হয়নি মায়ামির। সঙ্গে থাকছেন বার্সেলোনায় তাদের গুরু হিসেবে কাজ করা আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনেজও।
মেসির চুক্তির বিষয় মায়ামি কিছু না জানালেও ২১ তারিখের আগেই যে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে তা নিশ্চিত। কারণ এই তারিখে লিগ কাপে অভিষেক হবে মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে। এরই মধ্যে মেসির প্রভাব টের পেতে শুরু করেছে ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ক্লাবটির আসন্ন ম্যাচের সব টিকেট চড়া দামে বিক্রি হচ্ছে।