মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৬:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার নির্শত মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপি।
আজ সোমবার ১০ এপ্রিল বিকেল ৩ টায় উপজেলার প্রেমতলীতে এ অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী -তানোরের বিএনপির অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন ।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন বলেন, বিএনপি’র আন্দোলন দেখে এই বিনা ভোটের সরকার দিশেহারা হয়ে পড়েছে। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভােটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিএনপি’র দশ দফা বাস্তবায়নে সকল নেতাকার্মী ও সাধারণ জনগণকে রাজপথে অবস্থান করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম ফটিক, নাসিরুদ্দীন বাবু, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জয়নুল আহসান, সাধারন সম্পাদক আবদ্দুল গিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলুসহ ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।