ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বিভাগের পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ দুর্নীতিবিরোধী সম্মেলনে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ, যোগ দিচ্ছে বাংলাদেশ পেঁয়াজের বাজার অস্তির, রাতে ৮০ সকালে ১৬০ টাকা জাপা মহাসচিবের প্রার্থিতা বাতিল চেয়ে নৌকার প্রার্থীর আবেদন ‘আগামীতে রক্তপাত, গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগের’ ১০ ডিসেম্বর কোথায় মানববন্ধন করবে, জানাল বিএনপি অযৌক্তিক রাজনৈতিক চাপের অভিযোগ তুলে জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন: ইসি ত্রিশালকে একটি মডেল এলাকা হিসাবে গড়ে তুলবো – স্বতন্ত্র প্রার্থী আনিছ যারা আগুন দিতে যাবে তাদের পুলিশে দিন: প্রধানমন্ত্রী

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার হারল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ জয়ের পর থেকে রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হারতেই ভুলে গিয়েছিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নিজেদের শক্তির জানান দিচ্ছিল লিওনেল স্ক্যালোনির দল। তবে গতকাল ঘরের মাঠে দেখা মিলল অচেনা এক আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ফলে দীর্ঘ ১৪ ম্যাচ পর হারল আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যাচ্ছিল। দুই দলের কেউ গোলের দেখা না পেলেও ১৯ মিনিতে মাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুইদলের ফুটবলারদের ধাক্কাধাক্কিতে।

তবে সবকিছু ছাপিয়ে ম্যাচের ৪১ মিনিটে স্বাগতিকদের হতাশ করে ১-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। এরপর আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত হন এমিলিয়ানো মার্তিনেজ। লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে উরুগুয়েকে দ্বিতীয় গোলটি এনে দেন নুনিয়েজ। তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় উরুগুয়ের।

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৫ ম্যাচ পর হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। এ হারের পরও অবশ্য ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার হারল আর্জেন্টিনা

আপডেট সময় : ০৮:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ জয়ের পর থেকে রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হারতেই ভুলে গিয়েছিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নিজেদের শক্তির জানান দিচ্ছিল লিওনেল স্ক্যালোনির দল। তবে গতকাল ঘরের মাঠে দেখা মিলল অচেনা এক আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ফলে দীর্ঘ ১৪ ম্যাচ পর হারল আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যাচ্ছিল। দুই দলের কেউ গোলের দেখা না পেলেও ১৯ মিনিতে মাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুইদলের ফুটবলারদের ধাক্কাধাক্কিতে।

তবে সবকিছু ছাপিয়ে ম্যাচের ৪১ মিনিটে স্বাগতিকদের হতাশ করে ১-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। এরপর আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত হন এমিলিয়ানো মার্তিনেজ। লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে উরুগুয়েকে দ্বিতীয় গোলটি এনে দেন নুনিয়েজ। তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় উরুগুয়ের।

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৫ ম্যাচ পর হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। এ হারের পরও অবশ্য ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।