বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার হারল আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৮:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপ জয়ের পর থেকে রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হারতেই ভুলে গিয়েছিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নিজেদের শক্তির জানান দিচ্ছিল লিওনেল স্ক্যালোনির দল। তবে গতকাল ঘরের মাঠে দেখা মিলল অচেনা এক আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ফলে দীর্ঘ ১৪ ম্যাচ পর হারল আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যাচ্ছিল। দুই দলের কেউ গোলের দেখা না পেলেও ১৯ মিনিতে মাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুইদলের ফুটবলারদের ধাক্কাধাক্কিতে।
তবে সবকিছু ছাপিয়ে ম্যাচের ৪১ মিনিটে স্বাগতিকদের হতাশ করে ১-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। এরপর আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত হন এমিলিয়ানো মার্তিনেজ। লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে উরুগুয়েকে দ্বিতীয় গোলটি এনে দেন নুনিয়েজ। তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় উরুগুয়ের।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৫ ম্যাচ পর হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। এ হারের পরও অবশ্য ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।