ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ জাকের আলি

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ সিরিজে দলে থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক। দীর্ঘ দিন পর টাইগারদের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন জাকের আলি অনিক। এই সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। দলে ফিরেছেন সদ্য ওয়ানডেতে ডাক পাওয়া আফিফ হোসেন।

অপরদিকে চোট কাটিয়ে যথারীতি ফিরেছেন সাকিব আল হাসান। আগের সিরিজে অভিষেক হওয়া রিশাদ টিকে গেছেন এই সিরিজেও। অন্যদিকে পেসার এবাদত হোসেন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে, তাকেও ফেরানো হয়েছে স্কোয়াডে।

আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডেসিরিজ। এরপর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল।

পরদিন সকালেই অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ জাকের আলি

আপডেট সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ সিরিজে দলে থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক। দীর্ঘ দিন পর টাইগারদের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন জাকের আলি অনিক। এই সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। দলে ফিরেছেন সদ্য ওয়ানডেতে ডাক পাওয়া আফিফ হোসেন।

অপরদিকে চোট কাটিয়ে যথারীতি ফিরেছেন সাকিব আল হাসান। আগের সিরিজে অভিষেক হওয়া রিশাদ টিকে গেছেন এই সিরিজেও। অন্যদিকে পেসার এবাদত হোসেন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে, তাকেও ফেরানো হয়েছে স্কোয়াডে।

আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডেসিরিজ। এরপর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল।

পরদিন সকালেই অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।