পাকিস্তানিদের ‘কুৎসিত তথ্য’ ফাঁস করবেন আকমল
- আপডেট সময় : ০৯:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
পাকিস্তান ক্রিকেটে উমর আকমলকে পরবর্তী সবচেয়ে বড় তারকা হিসেবে বিবেচনা করা হতো প্রায়ই। এমনকি বিরাট কোহলির সঙ্গেও চলত তার তুলনা। কিন্তু নিজের ক্রিকেট ক্যারিয়ারের প্রতিভার প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছন তিনি। অপরদিকে মাঠে এবং মাঠের বাহিরে তার ক্যারিয়ারের বিতর্ক যেন একে অপরকে ছাড়া থাকতে পারে না। নানা বিতর্কে জড়িয়ে বিভিন্ন সময়ে সাজাও পেয়েছেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি পডকাস্ট প্রোগ্রামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। যেখানে পাকিস্তান ক্রিকেটের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
পডকাস্ট প্রোগ্রামে চার বছর দলের বাইরে থাকা পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, গোপন ফাঁস করলে ওইসব ক্রিকেটারের পরিবারও আহত হবে। সম্প্রতি পিএসএলে পাঁচ ইনিংসে ৯৫ রান করা উমর বলেছেন, পাকিস্তানের সহজ-সরল ভক্তদের জন্য তিনি কিছু ফাঁস করেন না। কারণ ওসব কথা জনসম্মূখে বললে ক্রিকেটের প্রতি ভক্তদের ভালোবাসা উঠে যাবে।
এছাড়া উমর আকমাল বলেন, ‘অনেক ক্রিকেটারই বলেন, আমি নাকি পরিপক্ক না। কথাগুলো এমন ক্রিকেটাররা বলেন যাদের সঙ্গে আমি খেলেছি। তারা আমার সিনিয়র। সেজন্য তাদের সম্মান করি।’
তিনি বলেন, ‘আমি তাদের বলবো, আমাকে গোপন তথ্য ফাঁস করতে বাধ্য করবেন না। আমার কাছে অনেক ক্রিকেটারের গোপন তথ্য আছে, ফাঁস করলে তাদের পরিবারও আহত হবে।’
কামরান আকমালের ছোট এই ভাই বলেন, ‘আমাদের দেশের মানুষ সাদাসিদে এবং তারা ক্রিকেট ভালোবাসে। ভক্তদের সম্মান করি বলে ক্রিকেটারদের গোপন ফাঁস করছি না। ওসব তথ্য ফাঁস হলে ভক্তরা খেলা দেখা ছেড়ে দেবে।’
সে সময় উমর আকমাল তার ভাইরাল হওয়া নাচের ভিডিও নিয়ে বলেন, ‘আপনারা কেউ ভাই-বোনের বিয়েতে নাচেন না? যদি ভাই-বোনের বিয়ে উদযাপন না করেন, তাহলে কার বিয়েতে নাচবেন! বাহিরে? জীবন উপভোগ করার পূর্ণ স্বাধীনতা আছে আমার।’