ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে গেল ২৫২ মেট্রিক টন আলু

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ নেপাল,ভারত,ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর বন্দর দিয়ে নতুন করে আরও ২৫২ মেট্রিক টন আলু নেপাল রফতানি করেছে বাংলাদেশ। বর্তমানে আলু রফতানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অন্যতম দেশের চারদেশীয় স্থলবন্দরটি। এ নিয়ে মোট ২৩৩১ মিষ্টি আলু নেপালে রফতানি করলো বাংলাদেশ ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে স্থলবন্দরটি দিয়ে ২৫২ মেট্রিক টন আলু নেপালে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ১২টি ট্রাকে বন্দরটি দিয়ে ২৫২ মেট্রিক টন আলু নেপালে গেছে। আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২৩৩১ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। রফতানিকারকরা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে আবেদন করে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রে ল্যাবে পরীক্ষা করার পর ফাইটো সেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়।

তিনি জানান, আজ বন্দরটি দিয়ে থিংকস টু সাপ্লাই, আমিন ট্রেডার্স, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামে চারটি রফতানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রফতানি করেছে। এছাড়াও হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, লোয়েড বন্ড লজেস্টিক নামে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো নেপালে আলু রফতানি করছে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এ বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রফতানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপালে গেল ২৫২ মেট্রিক টন আলু

আপডেট সময় : ০১:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ নেপাল,ভারত,ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর বন্দর দিয়ে নতুন করে আরও ২৫২ মেট্রিক টন আলু নেপাল রফতানি করেছে বাংলাদেশ। বর্তমানে আলু রফতানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অন্যতম দেশের চারদেশীয় স্থলবন্দরটি। এ নিয়ে মোট ২৩৩১ মিষ্টি আলু নেপালে রফতানি করলো বাংলাদেশ ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে স্থলবন্দরটি দিয়ে ২৫২ মেট্রিক টন আলু নেপালে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ১২টি ট্রাকে বন্দরটি দিয়ে ২৫২ মেট্রিক টন আলু নেপালে গেছে। আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২৩৩১ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। রফতানিকারকরা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে আবেদন করে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রে ল্যাবে পরীক্ষা করার পর ফাইটো সেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়।

তিনি জানান, আজ বন্দরটি দিয়ে থিংকস টু সাপ্লাই, আমিন ট্রেডার্স, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামে চারটি রফতানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রফতানি করেছে। এছাড়াও হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, লোয়েড বন্ড লজেস্টিক নামে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো নেপালে আলু রফতানি করছে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এ বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রফতানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।