নির্বাচনের কথা বলে ডেড লাইন না দেওয়া রহস্যজনক: রিজভী
- আপডেট সময় : ১১:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তবর্তীকালীন সরকারকে জনগণ সমর্থন দিয়েছে। আন্দোলনকারীরা সমর্থন করেছে। বৈষম্যবিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। আমরা আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি। কিন্তু আপনারা নির্বাচনের কথা বলে নির্বাচনের ডেড লাইন দিচ্ছেন না। এটা রহস্যজনক।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্যা বুলু।
রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, কেন আমাদের মাঝে মাঝে আপনাদের উদ্দেশে কথা বলতে হয়। কেন কথা বলতে হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। আপনারা শুল্ক কমিয়ে দ্রব্যমূল্য দাম কমাতে পারছে না। কেন আপনারা সিন্ডিকেটকে গ্রেফতার করতে পারছেন না। এটার দুর্বলতা কোথায় আমরা তা জানতে চাই।
তিনি বলেন, আপনারা সংস্কারের কথা বলেন। কিন্তু সবাই মনে করে অন্তর্বর্তীকালীন সরকার কি হেডমাস্টার? তারা একটা পাঠ নিবেন এবং সেটা তৈরি করে একটা সিলেবাস তৈরি করবেন। সিলেবাস তৈরি করে রাজনৈতিক দলগুলোকে আগে শিক্ষাদান করবেন। এটা তাদের ইচ্ছা। তারা এখন একটা স্কুলের হেডমাস্টার ও শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অথচ যারা দেশ চালিয়েছে, সেই গণতন্ত্রিক রাজনৈতিক দল যারা ১৫-১৬ বছর ধরে গুম,খুন ও নির্যাতনের শিকার হয়েছে। এতো রক্ত দানের পরেও বারবার ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা হচ্ছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের। আপনারা মনে করছেন যে বিএনপির লোক বা গণতান্ত্রিক আন্দোলনে যারা আছে তারা বোধ হয় অশিক্ষিত। আপনারা মনে করেন আমাদেরকে আগে সংস্কার শেখাবেন তারপর নির্বাচন দিবেন। এটা ভাবা বোকামি।
এসময় রিজভী একজন উপদেষ্টার সমালোচনা করে বলেন, একজন উপদেষ্টা আমাদেরকে বলে খালি নির্বাচন নির্বাচন করলে হবে, আমরা তাদের বলতে চাই আপনি কি হেডমাস্টার আমরা সব কি ছাত্র? আপনি আমাদের আগে শিক্ষা দিবেন তারপর আমরা শিখব, পড়াশোনা করব, আমরা কি জানি না সংস্কার কি? আপনার একটা প্রস্তাব দিতে পারেন কিন্তু সে প্রস্তাব দিতে কয়দিন লাগে, সে প্রস্তাব দিবেন নির্বাচিত সরকারের কাছে এ জন্য নির্বাচন দিন।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শমাীম বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হামিদ হেলালসহ জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন নেতারা। অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারে নগদ অর্থ সহায়তা করা হয়।