ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছে : শরীফ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই চালের বাজার অস্থির, কেজিপ্রতি দাম বেড়েছে ৮ টাকা দুর্গাপুর সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন রাজস্ব আদায় কার্যক্রমে মনোযোগ দেওয়ার নির্দেশ এনবিআর চেয়ারম্যানের পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে ভারতে ৪৪৪ জনকে আটক সোহরাওয়ার্দীর সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সহযোগিতা চেয়েছে জামায়াত নির্বাচনের প্রস্তুতির নির্দেশ, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ফখরুলের

‘তারা দেউলিয়া হয়ে গেছে, হিরো আলমকেও সইতে পারছে না’

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দাবি করে তিনি বলেছেন, তারা এখন হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না।

সোমবার (১৭ জুলাই) বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। আজ হিরো আলম ভোটকেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দেয় এবং মাটিতে ফেলে মারধর করে।’

আবারও সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, ‘দফা এক, দাবি এক—পদত্যাগ করুন। এদিক-ওদিক করে লাভ নেই। কে কী বলল, যায় আসে না। বাংলাদেশের জনগণ বলছে, পদত্যাগ করুন। আর জনগণের দাবিই হলো আসল।’

ফখরুল বলেন, ‘বন্দুকের ভয় দেখিয়ে, মামলা দিয়ে আর কাজ হবে না। অসংখ্য লোকের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে। যার কোনো ভিত্তি নেই। মামলা দিয়েও আন্দোলন দমাতে পারেননি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ন্যাড়া বেলতলায় বারবার যায় না, একবারই যায়। শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না।’

fakhrul2

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে ডেঙ্গুতে শতাধিক লোক মারা গেছে, অথচ মানুষকে বিপদে ফেলে স্বাস্থ্যমন্ত্রী বিদেশ সফর করছেন। তাদের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান প্রমুখ।

সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে গুম, খুনের শিকার দলীয় নেতাকর্মীদের স্বজনরা তাদের বক্তব্য তুলে ধরেন।

সমাবেশ পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সুত্রঃ ঢাকা মেইল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘তারা দেউলিয়া হয়ে গেছে, হিরো আলমকেও সইতে পারছে না’

আপডেট সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দাবি করে তিনি বলেছেন, তারা এখন হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না।

সোমবার (১৭ জুলাই) বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। আজ হিরো আলম ভোটকেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দেয় এবং মাটিতে ফেলে মারধর করে।’

আবারও সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, ‘দফা এক, দাবি এক—পদত্যাগ করুন। এদিক-ওদিক করে লাভ নেই। কে কী বলল, যায় আসে না। বাংলাদেশের জনগণ বলছে, পদত্যাগ করুন। আর জনগণের দাবিই হলো আসল।’

ফখরুল বলেন, ‘বন্দুকের ভয় দেখিয়ে, মামলা দিয়ে আর কাজ হবে না। অসংখ্য লোকের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে। যার কোনো ভিত্তি নেই। মামলা দিয়েও আন্দোলন দমাতে পারেননি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ন্যাড়া বেলতলায় বারবার যায় না, একবারই যায়। শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না।’

fakhrul2

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে ডেঙ্গুতে শতাধিক লোক মারা গেছে, অথচ মানুষকে বিপদে ফেলে স্বাস্থ্যমন্ত্রী বিদেশ সফর করছেন। তাদের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান প্রমুখ।

সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে গুম, খুনের শিকার দলীয় নেতাকর্মীদের স্বজনরা তাদের বক্তব্য তুলে ধরেন।

সমাবেশ পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সুত্রঃ ঢাকা মেইল