তামিমের ফিফটিতে বাংলাদেশের বড় জয়
- আপডেট সময় : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগার যুবারা। আগে ব্যাট করে নেপাল অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেনি, যুবাদের দুর্দান্ত বোলিংয়ে অল আউট হয় ১৪১ রানেই। এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল, ওপেনার জাওয়াদ আবরারের পর ফিফটি করেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম, তার ৫২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ২৮.৩ ওভারেই ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তামিম। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিও এটি। এরপর আজ দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন যুবাদের অধিনায়ক তামিম।
নেপালের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এদিকে আগে ব্যাত করে সুবিধা করে ওঠতে পারেনি নেপালের ব্যাটাররা। টাইগার যুবাদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। নেপালের হয়ে ওপেনার আকাশ ত্রিপাঠি সর্বোচ্চ ৪৩ রান করেন, দলটি শেষ পর্যন্ত অল আউট হয় ৪৫.৪ ওভারে ১৪১ রান করেই।
এদিকে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই আউট হন এক ওপেনার কালাম সিদ্দিকী। তবে শুরুতেই উইকেট হারালেও পথ হারায় যুবারা। আরেক ওপেনার জাওয়াদ আবরারকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক তামিম। ব্যাত হাতে আজ দুর্দান্ত খেলেছেন আবরার।
৬৫ বলে ৫৯ রান করে আবরার আউট হলেও অপরাজিত ছিলেন তামিম। তার ৫২ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই ৫ উইকেট হাতে রেখে ২৮.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।