তানোরে প্রচন্ড শীত ও ঘন কুয়াশা থেকে রক্ষা পেতে বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢাকা
- আপডেট সময় : ০৫:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারনে বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন কৃষকরা। ফলে, বীজতলা রক্ষা পাবেন বলে জানান কৃষকরা। কৃষকরা বলছেন, প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার কারনে বোরো বীজতলা হলদে ও লাল হয়ে নষ্ট হয়ে যায়।
তাই বীজ রক্ষায় কৃষকরা বোরো বীজ তলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন যেন তা নষ্ট না হয়। কৃষক অফিসের পরামর্শে কৃষকরা তাদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন বলে জানান কৃষকরা।
তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ বলেন, প্রচন্ড ঠান্ডা ও ঘনকুয়ায় বোরো বীজতলা বড় হতে পারেনা, সেই সাথে হলদে ও লাল হয়ে মরে যাওযার পাশাপাশি পচে যায়।
তিনি বলেন, যদি পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা হয় তাহলে বোরো বীজ নষ্ট হবে, বীজতলা রক্ষায় পলিথিন দিয়েবভজতলা ঢেকে রাখার জন্য কৃষকদের প্রতি আহবান জানান তিনি।
তানোর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা বোরো চাষের জন্য জমিতে বীজতলা তৈরি করছেন। গত কয়েকদিন থেকে প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশা পড়তে শুরু করায় হলদে ও লাল রং ধারন করতে শুরু করেছে বোরো বীজতলা।
তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর বেরো চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৪ হেক্টর জমিতে। বিল কুমারী বিলের ধারের জমিতে আগাম বোরো চাষ করেন এলাকার কৃষকরা।
অপর দিকে আলু তোলার পরও কৃষকরা বোরো চাষ করেন। আলু তোলার পরে বোরো চাষ করতে কৃষকেরবীজ তৈরিতে সমস্যা না হলেও আগাম বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে ঠান্ডা ও ঘন কুয়াশায় বোরোর বীজতলা তৈরি করতে কৃষকদের বিড়াম্বনার পাশাপাশি কষ্টের মধ্যে পড়তে হয়।