কর্মসূচি বাস্তবায়নে রাজপথে থাকতে চান বিএনপির নেতা-কর্মীরা

- আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
রাজধানীতে সমাবেশ। যার শুরুর জন্য নির্ধারিত সময় বুধবার দুপুর দুইটা। তবে সকাল থেকেই বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি নয়াপল্টনে। যদিও আগে থেকেই বলা হচ্ছিল এক দফার কর্মসূচি ঘোষণা হবে এদিন। তাই নেতা-কর্মীদের আগ্রহের মাত্রাও ছিলো কিছুটা বেশি।
বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মীরা বলেন, ভোট দিতে চায় সাধারণ মানুষ। সেই ভোটের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রাখতে চান তারা। অভিযোগ করেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষের জীবন অতিষ্ট। নেই মানবাধিকার। নেই আইনের শাসন। এবার তাই কেন্দ্র ঘোষিত এক দফার কর্মসূচি বাস্তবায়নের রাজপথে থাকতে চান নেতা-কর্মীরা।
থেমে থেমে বৃষ্টি। হঠাৎ তীব্র রোদ। এমন প্রতিকূল আবহাওয়ার মাঝেও বিএনপি নেতা-কর্মীদের মাঝে ছিলো উচ্ছলতা। সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের কন্ঠে।
সময় যত গড়াচ্ছিল ততই নয়াপল্টন অভিমুখে মানুষের ঢল নামে। মূল মঞ্চকে কেন্দ্র করে আশপাশের সব সড়কেই ছিলো বিএনপি নেতা-কর্মীদের সরব উপস্থিতি।
সমাবেশের পুরো সময় জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা ছিলো সতর্ক অবস্থায়। যদিও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করেছে বিএনপি।