ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের আগে দুবাই যাচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

সাকিব আল হাসানের ব্যস্ততার শেষ নেই। মাঠের খেলায় যে নিজেকে উজাড় করে দেন, তাতে নেই সন্দেহের অবকাশ। তবে মাঠের ভেতরে-বাইরে বিতর্কিত ঘটনা থেকে শুরু করে বিজ্ঞাপনের রঙচঙে জগতেও পদচারণায় ক্লান্তি নেই বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের বরপুত্রের। এবার একটি স্বর্ণের দোকানের অফিস উদ্বোধনে দুবাইতে যাচ্ছেন এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

আগামী ২০ আগস্ট দুবাইয়ের ডেরা গোল্ড সুকের সেরিনা প্লাজাতে এনআরআই জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। সম্প্রতি এনআরআই জুয়েলার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ভিডিও বার্তায় এই আয়োজনে অংশ নেওয়ার কথা জানান সাকিব।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে।

এনআরআই জুয়েলারিতে পাবেন হোলসেল প্রাইজে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ থাকছে বাই করলে সেটা সেলও করতে পারবেন এনআরআই জুয়েলারিতে। আপনি আসছেনতো? দেখা হচ্ছে ২০ আগস্ট সন্ধ্যায় এনআরআই জুয়েলরির অফিস উদ্বোধন অনুষ্ঠানে।’

এর আগে গত মার্চে আরাভ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। গত ১৫ মার্চ স্বর্ণ ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে সঙ্গে নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন সাকিব। সেই আয়োজন ঘিরে দুবাই গোল্ডসুকে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন দেশের অসংখ্য মানুষ সেখানে জড়ো হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এশিয়া কাপের আগে দুবাই যাচ্ছেন সাকিব

আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

সাকিব আল হাসানের ব্যস্ততার শেষ নেই। মাঠের খেলায় যে নিজেকে উজাড় করে দেন, তাতে নেই সন্দেহের অবকাশ। তবে মাঠের ভেতরে-বাইরে বিতর্কিত ঘটনা থেকে শুরু করে বিজ্ঞাপনের রঙচঙে জগতেও পদচারণায় ক্লান্তি নেই বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের বরপুত্রের। এবার একটি স্বর্ণের দোকানের অফিস উদ্বোধনে দুবাইতে যাচ্ছেন এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

আগামী ২০ আগস্ট দুবাইয়ের ডেরা গোল্ড সুকের সেরিনা প্লাজাতে এনআরআই জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। সম্প্রতি এনআরআই জুয়েলার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ভিডিও বার্তায় এই আয়োজনে অংশ নেওয়ার কথা জানান সাকিব।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে।

এনআরআই জুয়েলারিতে পাবেন হোলসেল প্রাইজে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ থাকছে বাই করলে সেটা সেলও করতে পারবেন এনআরআই জুয়েলারিতে। আপনি আসছেনতো? দেখা হচ্ছে ২০ আগস্ট সন্ধ্যায় এনআরআই জুয়েলরির অফিস উদ্বোধন অনুষ্ঠানে।’

এর আগে গত মার্চে আরাভ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। গত ১৫ মার্চ স্বর্ণ ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে সঙ্গে নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন সাকিব। সেই আয়োজন ঘিরে দুবাই গোল্ডসুকে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন দেশের অসংখ্য মানুষ সেখানে জড়ো হন।