ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

এশিয়া কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চলতি মাসেই শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্টের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হবে যুবাদের এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

পূর্বের ন্যায় এবারও দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিবে যুবাদের এশিয়া কাপে। এবারের আসরে ‘এ’ গ্রুপে আছে আরব আমিরাত, ভারত, পাকিস্তান ও জাপান। আর বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে যেখানে টাইগার যুবাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।

এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে ৩ ডিসেম্বর যেখানে লাল-সবুজের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল যাবে সেমিফাইনালে। এবারের আসরে শেষ চারের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। আসন্ন এ টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

যুবাদের এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। গত বছর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল টাইগার যুবারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

এশিয়া কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চলতি মাসেই শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্টের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হবে যুবাদের এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

পূর্বের ন্যায় এবারও দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিবে যুবাদের এশিয়া কাপে। এবারের আসরে ‘এ’ গ্রুপে আছে আরব আমিরাত, ভারত, পাকিস্তান ও জাপান। আর বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে যেখানে টাইগার যুবাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।

এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে ৩ ডিসেম্বর যেখানে লাল-সবুজের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল যাবে সেমিফাইনালে। এবারের আসরে শেষ চারের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। আসন্ন এ টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

যুবাদের এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। গত বছর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল টাইগার যুবারা।