অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চলতি মাসেই শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্টের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হবে যুবাদের এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।
পূর্বের ন্যায় এবারও দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিবে যুবাদের এশিয়া কাপে। এবারের আসরে ‘এ’ গ্রুপে আছে আরব আমিরাত, ভারত, পাকিস্তান ও জাপান। আর বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে যেখানে টাইগার যুবাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।
গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল যাবে সেমিফাইনালে। এবারের আসরে শেষ চারের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। আসন্ন এ টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
যুবাদের এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। গত বছর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল টাইগার যুবারা।