আ.লীগ কচুপাতার পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কচুপাতার পানি নয়, যে নাড়া দিলেই পড়ে যাবে। আমাদের ভিত্তি হচ্ছে জনগণ।’ আজ রোববার (১৫ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির আন্দোলনের কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভীত এতটা দুর্বল নয়। আওয়ামী লীগের সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সঙ্গে। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে।’
নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাজান খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।