ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে

খেলার শুরুটা ভালোই ছিল। নাজমুল হোসেনের পর শান্তও ইনিংসের হাল ধরে থাকছিলেন। তবে, তার বিদায়ে হঠাৎ ঘটে ছন্দপতন। শেষদিকে অবশ্য নাসুম আহমেদ ও জাকের আলির ব্যাটে ভর করে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ।
শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে আফগানদের সামনে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ২৮ রানেই হারিয়ে ফেলে প্রথম উইকেট। ভালো শুরুর ইঙ্গিত দেওয়া তানজিদ হাসান ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করে ক্যাচ দেন আল্লাহ মোহাম্মদ গজানফরের হাতে। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক শান্ত।

৯৩ বলে ৭১ রানের এই জুটি ভাঙে সৌম্য রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে। ২ চার ও সমান ছক্কায় ৪৯ বলে ৩৫ রান করে আউট হন তিনি। রিপ্লেতে অবশ্য দেখা গেছে, রিভিউ নিলে বেঁচে যেতেন সৌম্য; বল পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।

এরপর শান্তর সঙ্গী হন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিও পঞ্চাশ ছাড়িয়ে যায়। কিন্তু হুট করে ৩২ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শুরুতে মেহেদী হাসান মিরাজ ৩৩ বল খেলেও কোনো বাউন্ডারি হাঁকাননি, করেন ২২ রান। রশিদ খানের বলে বোল্ড হয়ে যান মিরাজ। এরপর কিছুটা ধীর ইনিংস খেলা শান্তও বিদায় নেন। নাগাইলিয়া খারোটির বলে ক্যাচ তুলে দেন তিনি নবীর হাতে। এর আগে ১১৯ বলে করেন ৭৬ রান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

খেলার শুরুটা ভালোই ছিল। নাজমুল হোসেনের পর শান্তও ইনিংসের হাল ধরে থাকছিলেন। তবে, তার বিদায়ে হঠাৎ ঘটে ছন্দপতন। শেষদিকে অবশ্য নাসুম আহমেদ ও জাকের আলির ব্যাটে ভর করে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ।
শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে আফগানদের সামনে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ২৮ রানেই হারিয়ে ফেলে প্রথম উইকেট। ভালো শুরুর ইঙ্গিত দেওয়া তানজিদ হাসান ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করে ক্যাচ দেন আল্লাহ মোহাম্মদ গজানফরের হাতে। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক শান্ত।

৯৩ বলে ৭১ রানের এই জুটি ভাঙে সৌম্য রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে। ২ চার ও সমান ছক্কায় ৪৯ বলে ৩৫ রান করে আউট হন তিনি। রিপ্লেতে অবশ্য দেখা গেছে, রিভিউ নিলে বেঁচে যেতেন সৌম্য; বল পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।

এরপর শান্তর সঙ্গী হন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিও পঞ্চাশ ছাড়িয়ে যায়। কিন্তু হুট করে ৩২ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শুরুতে মেহেদী হাসান মিরাজ ৩৩ বল খেলেও কোনো বাউন্ডারি হাঁকাননি, করেন ২২ রান। রশিদ খানের বলে বোল্ড হয়ে যান মিরাজ। এরপর কিছুটা ধীর ইনিংস খেলা শান্তও বিদায় নেন। নাগাইলিয়া খারোটির বলে ক্যাচ তুলে দেন তিনি নবীর হাতে। এর আগে ১১৯ বলে করেন ৭৬ রান।