অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

- আপডেট সময় : ০৬:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
সম্প্রতি স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যে সব রকম প্রস্তুতি সেরে নিয়েছে ক্লাবটি। ভক্তরা যখন তার অপেক্ষায় দিন গুনছেন, তখন ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিলেন মেসি। তবে ভাগ্য সহায়ক হওয়ায় এ যাত্রায় বেঁচে গেলেন তিনি।
গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ভোরে মিয়ামিতে এক ট্রাফিক সিগন্যালের সামনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারতেন মেসি। সিগন্যালে লাল বাতি জ্বলছিল। তবু মেসির গাড়ি সেই সংকেত না মেনে সামনে এগিয়ে যায়।
দায়িত্বরত পুলিশের গাড়ি সঙ্গে সঙ্গে ধরে ফেলে আর্জেন্টাইন তারকার গাড়ি। সিগন্যালের ওপাশের গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমানোয় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে গাড়ি মেসি নিজে চালাচ্ছিলেন না অন্য কেউ, তা নিশ্চিত করতে পারেনি গোল ডট কম।
এ ঘটনার একটি ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে এফসিবি আলবিসেলেস্তে।
গত বুধবার মিয়ামিতে পৌঁছেছেন মেসি। এরপর ফ্লোরিডার ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা যায় আর্জেন্টাইন এই তারকাকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।
ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে সেই অভিষেক ম্যাচ। মেসির আগমনে মিয়ামি যেন এখন উৎসবের নগরী।