৭ মার্চের কর্মসূচির স্থান-সময় পরিবর্তন করেছে বিএনপি

- আপডেট সময় : ০৪:০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
আগামীকাল ৭ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচির সময় ও স্থান পরিবর্তন করেছে দলটি। ৭ মার্চের পরিবর্তে আগামী ৮ মার্চ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।
সোমবার (০৬ মার্চ) রাতে বিএনপির সহদফতর সম্পাদক মুনির হোসেন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনির হোসেন জানান, আগামীকাল মঙ্গলবার ৭ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা হওয়ার কথা ছিল। সেই আলোচনা সভা মঙ্গলবারের পরিবর্তে আগামী বুধবার ৮ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
শায়রুল কবির জানান, আগামীকাল যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেটা সমাবেশ নয়, আলোচনা সভা। নয়াপল্টনে আলোচনা সভার পরিবর্তে আগামী বুধবার ৮ মার্চ দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
শায়রুল কবির জানান, এছাড়া আগামী ৮ মার্চ নারী দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ১০টায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেবেন।