• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন

৩০ সেকেন্ডেই ২৫ শতাংশ চার্জ

দেশের আওয়াজ ডেস্কঃ / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ প্রযুক্তি। স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রথমেই দেখা হতো শুধুই ক্যামেরার ভালো-মন্দ দিকগুলো। তবে মানুষ এখন খুঁজেন সেই সমস্ত স্মার্টফোন যেটি অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি দ্রুত চার্জ হতে সক্ষম। কারণ প্রয়োজনের সময় স্মার্টফোন বন্ধ হয়ে গেলে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়।

বর্তমানে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো একে অপরকে টেক্কা দিতে সবচেয়ে কম সময়ে চার্জ দেওয়া যায় এমন প্রযুক্তি আনতে উঠেপড়ে লেগেছে।

এদিকে স্মার্টফোন চার্জের অভিজ্ঞতা বদলে দিতে নতুন উন্নতি প্রযুক্তিসম্পন্ন চার্জার আনছে অপো। বলা হচ্ছে, এর মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডেই ২৫ শতাংশ চার্জ হবে স্মার্টফোনে।

অপো জানায়, বাজারে তারা খুব দ্রুত ৩০০ ওয়াটের একটি অত্যাধুনিক চার্জার নিয়ে আসবে। যার মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই স্মার্টফোন শূন্য থেকে পঁচিশ শতাংশ চার্জ হতে পারবে। তবে নতুন এ ফাস্ট চার্জারের দাম সম্পর্কে এখনও কোনো ধারণা দেয়নি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ