৩০ কেজির শাড়ি পরে সামান্থার শুটিং
- আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
সম্প্রতি বিরল রোগে আক্রান্ত হলেও হার মানতে নারাজ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। একাধিক সিনেমার কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার। দক্ষিণী এই তারকা নাকি পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন টানা এক সপ্তাহ ধরে।
কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ।
তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত এ সিনেমা। থাকবে থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
অন্য দিকে এরই মধ্যে আরও একটি কাজে হাত দিয়েছেন সামান্থা। ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের সিনেমাতে বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ‘সিটাডেল’-এ সামান্থার লুক।