২১ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১১০টির
- আপডেট সময় : ১০:০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ মার্চ) দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। তার বিপরীতে কমেছে ১১০টির। এদিন ডিএসইতে সূচকও কমেছে ১৮ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দামও। এর ফলে চলতি সপ্তাহে সোমবার উত্থানের পর মঙ্গল ও বুধবার টানা দুদিন এ বাজারে দরপতন হলো।
ডিএসইর তথ্যমতে, বুধবার দিনভর সূচক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ৬ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১১০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৬০৭ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কিছুটা বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ সিএসইতে ১৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ১০৬টির দর। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৫০২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার।