২১ ঘণ্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৭:১৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের ইউনিটেক্সের তুলার গুদামে আগুন ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (১২ মার্চ) জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, একদিন পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস এখনো কাজ করে যাচ্ছে আগুন নেভাতে। আগুনের লেলিহান শিখা মধ্যরাতে নিয়ন্ত্রণে এলেও আগুনের উত্তাপ রয়ে গেছে। তুলার গুদাম থেকে এখনো বেরোচ্ছে ধোঁয়া। ফলে ফায়ার সার্ভিস কর্মীরা এখন পর্যন্ত পানি ছিটানোর কাজ করছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, পানি সংকট ও তুলা দাহ্য পদার্থ হওয়ায় নিয়ন্ত্রণে সময় লেগেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১৮টি ইউনিটের চেষ্টায় মধ্যরাতে আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু তুলার আগুন হওয়ায় এখনো থেমে থেমে আগুন জ্বলছে। তাই পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। তবে এখন আর শঙ্কার কিছু নেই।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এখনো আমরা আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তারা রিপোর্ট দেবেন।
এদিকে, শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার পর রাত ৯টার দিকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ডিআইজি, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ডের ওসি, বিটিএমসির প্রতিনিধি, বিস্ফোরক পরিদফতরের প্রতিনিধি ও বিটিএমইএর প্রতিনিধি রয়েছেন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী জানান, গুদামে প্রায় এক সপ্তাহ ধরে ওয়েল্ডিয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, কাজের সময় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।