১৫ দিনের মধ্যে তিন বার মুখোমুখি ভারত-পাকিস্তান!
- আপডেট সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তুমুল উত্তেজনা, উন্মাদনা। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশের মাঠের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্ত-সমর্থকরা। এদিকে রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরেই কালেভদ্রে মুখোমুখি হয় প্রতিবেশী দেশ দুটো। তবে এবার মাত্র ১৫ দিনের মধ্যেই তিন বার ভারত পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ মিলতে পারে ক্রিকেট পাগল সমর্থকদের।
দীর্ঘ জল্পনা-কল্পনা আর জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন এশিয়া কাপের চূড়ান্ত সময়-সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর এতে গ্রুপ পর্ব, সুপার ফোর আর ফাইনাল মিলিয়ে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ মিলতে পারে সমর্থকদের।
চূড়ান্ত সূচি অনুযায়ী আগে নির্ধারণ করা ৩১ আগস্টের বদলে একদিন আগেই শুরু হবে এবারের আসর। ৩০ আগস্ট উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। এরপর এবারের আসরে ভারতের বিপক্ষে বাবর আজমের দলের প্রথম দেখা হবে গ্রুপ পর্বের ম্যাচে।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে তারা। এদিকে একই গ্রুপ ‘এ’ তে অপর দল হিসেবে আছে নেপাল। ফলে শীর্ষ দুই দল হিসেবে সুপার ফোরে ওঠার লড়াইয়েও এগিয়ে আছে দুই দলই।
এদিকে ভারত-পাকিস্তান দুই দলই সুপার ফোরে ওঠলে এ পর্বেও আবার দেখা মিলবে বাবর-বিরাট কোহলিদের লড়াই। এবারের আসরের নিয়মানুযায়ী, পাকিস্তান এ১ এবং ভারত এ২ অবস্থানে থেকে সুপার ফোরে যাবে।
এমন সমীকরণ অনুযায়ী, সুপার ফোরের তৃতীয় ম্যাচে ১০ সেপ্টেম্বর কলম্বোতে আবারও দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই। এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে এ পর্বে প্রতিটি দল অপর তিনটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। পরে ফাইনালে যাবে শীর্ষ দুই দল।
ফলে সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করতে পারলে এবারের এশিয়া কাপের ফাইনালে শিরোপা লড়াইয়েও দেখা যেতে পারে এ দুই দলকেই। এমন হিসাবেই ১৫ দিনের মধ্যে তিন বার দেখা মিলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হাইভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ।