১৪০ থেকে দেড়শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি

- আপডেট সময় : ০৮:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
সম্প্রতি দেশের বাজারে বেড়েছে চিনির দাম। খুচরা বাজারে এক কেজি চিনি কিনতে এখন গুণতে হচ্ছে ১৪০ থেকে দেড়শ টাকা।
শুক্রবার (২৩ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা এক কেজি চিনির দাম হাঁকছেন ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আবার একই দামে চিনি বিক্রি হচ্ছে পাড়া-মহল্লার মুদি দোকানেও।
কয়েক মাস ধরেই বাড়তি দামে চিনি বিক্রি হয়ে আসছে বাজারে। কিন্তু মিল মালিকেরা চান দাম আরও বাড়াতে। তাদের যুক্তি, বিশ্ববাজারে চিনির দাম বাড়তি। এজন্য দেশের বাজারে দাম সমন্বয় চান তারা। তবে সব ধরনের খরচ ও মুনাফাসহ সরকার চিনির যে দামের হিসাব দিচ্ছিল, তা কিছুতেই মানছিলেন না মিল মালিকেরা।
এমন পরিস্থিতিতে গত সোমবার (১৯ জুন) হঠাৎ করেই চিনিকল মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানায়, ২২ জুন থেকে তারা প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১৫০ টাকা ও খোলা চিনি ১৪০ টাকা দরে বিক্রি করবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) নতুন এ দরের কথা জানিয়ে ওইদিন চিঠিও দেয় চিনিকল মালিকদের সংগঠনটি।
ওই চিঠির পর গত মঙ্গলবার (২০ জুন) সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করে বিটিটিসি। বৈঠকে চিনির দাম ঈদের আগে না বাড়ানোর সিদ্ধান্ত হয়। আর ঈদের পরে বিটিটিসির সঙ্গে এ নিয়ে মিল মালিকদের আবার বৈঠক হবে। তখন দাম সমন্বয় হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। এ নিয়ে খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ঈদুল আজহার পর চিনির দাম আরেক দফা বাড়তে পারে। এরপর থেকে খুচরা বাজারে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে।