১০ দফা দাবিতে দেশজুড়ে একগুচ্ছ কর্মসূচি বিএনপির

- আপডেট সময় : ০৬:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (১৩ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের যৌথভাবে এই সমাবেশ করছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শুক্রবার (১৯ মে) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে দলটি। শনিবার (২০ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর। ২৬ মে ঢাকা উত্তরসহ ২০ জেলা ও মহানগর, ২৭ মে ঢাকা দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে বিএনপি।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। আর সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
এদিকে নির্ধারিত সময়ের আগেই অনেকে মিছিল নিয়ে আসেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে তীব্র গরমের কারণে অনেকে আশপাশের ভবনের ছায়ায় আশ্রয় নিয়ে স্বস্তি খুঁজছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মীর ঢল নামে নয়াপল্টনে।
একদিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় অন্যদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। গরমের মধ্যেও নেতাকর্মীরা সড়কের ওপর বসে নেতাদের বক্তব্য শোনেন।
সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মসূচির দুই মাথায় প্রিজন ভ্যান, রায়টকার ও এপিসি কারও রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।