১০ ডিসেম্বর কোথায় মানববন্ধন করবে, জানাল বিএনপি

- আপডেট সময় : ০৩:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী রোববার মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, আগামী রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি গ্রহণ করেছে।
এর আগে, গত ৪ ডিসেম্বর এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আগামী ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকার মহাসমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরইমধ্যে দশম দফায় অবরোধ পালন শেষে এই মানববন্ধন কর্মসূচি পালনের স্থান জানানো হয়েছে।