১০ ডিগ্রির নিচে নামলো যেসব এলাকার তাপমাত্রা
- আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমতে কমতে কোথাও কোথাও নেমেছে ৬ ডিগ্রির ঘরে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আটটি বিভাগের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগে ঢাকা জেলা বাদে সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়নি।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল ৮ দশমিক ৫, ফরিদপুর ৭ দশমিক ৫, মাদারীপুর ৮ দশমিক ৩, গোপালগঞ্জ ৭ দশমিক ৮, কিশোরগঞ্জের নিকলি ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী বিভাগ: রাজশাহী ৭ দশমিক ৮, ঈশ্বরদী ৮ দশমিক, বগুড়া ৯ দশমিক, নওগাঁর বদলগাছী ৯ দশমিক, সিরাজগঞ্জের তাড়াশ ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর বিভাগ: রংপুর ৯ দশমিক ৬, দিনাজপুর ৮ দশমিক ৪, নীলফামারির সৈয়দপুর ৮ দশমিক ৬, পঞ্চগড়ের তেঁতুলিয়া ৭ দশমিক ১, নীলফামারির ডিমলায় ৮ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাট ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট বিভাগ: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রামের সীতাকুণ্ড ৯ দশমিক ৪, কুমিল্লা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা বিভাগ: খুলনা ৯ দশমিক ৪, সাতক্ষীরা ৯ দশমিক ৫, যশোর ৮ দশমিক ৬, কুষ্টিয়ার কুমারখালী ৯ ডিগ্রি সেলসিয়াস।
বরিশাল বিভাগ: বরিশাল ৮ দশমিক ৪, ভোলা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।