সংবাদ শিরোনাম ::
১০০ বিঘা জমির উপর মহিলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা ঘোষণা

আশরাফুল আলম, তানোর থেকেঃ
- আপডেট সময় : ০১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর -গোদাগাড়ীতে সঊদী আরবের নূরা ইউনিভার্সিটির মতো আমাদের দেশে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা বিশেষায়িত কোন প্রতিষ্ঠান গড়ে উঠেনি। অথচ মা ও বোনদের জন্য শহরের কোলাহল থেকে দূরে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুবই প্রয়োজন যার মধ্যে মাদরাসা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলসহ সকল কিছু থাকবে। এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলাই শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের স্বপ্ন। আলহামদুলিল্লাহ রাজশাহীর তানোর-গোদাগাড়ীতে পলাশী আলোক ছত্র নামক স্থান যার জায়গা সিলেকশন সম্পন্ন হয়েছে বর্তমানে জমি অধিগ্রহণ চলমান। ১০০ বিঘা জমির মধ্যে ৫০ বিঘা রেজিষ্ট্রি হয়েছে, ফালিল্লাহিল হামদ। বাকী ৫০ বিঘাও অচিরেই হয়ে যাবে, ইনশা-আল্লাহ। আমরা দুআ করি মহান আল্লাহ যেন শায়খের এই স্বপ্নকে তার দয়া ও রহমত দিয়ে পূরণ করে দেওয়ার তাওফীক দান করেন। আমীন!