১০০ কোটির ঘরে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’

- আপডেট সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
ঈদ মানেই সালমান খানের সিনেমা। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার ঈদের আগের দিন মুক্তি পেয়েছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন দক্ষিণি তারকা পূজা হেগড়ে।
এদিকে ভাইজানের নতুন ছবি নিয়ে উন্মাদনার কমতি নেই তার ভক্তদের মাঝে। শুক্রবার থেকেই দল বেঁধে হলে যাচ্ছেন তারা। শো শুরুর বেশ আগে থেকেই সিনেমার টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন। কেউ কেউ সিনেমা হলের পুরো শো বুকিং করেছেন। ফলস্বরুপ, তৃতীয় এক শ কোটির ঘর ছুঁয়েছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘কিসি কা ভাই কিসি কা জান’ শুক্রবার ১৫.৮১ কোটি রুপি আয় করেছিল। যা ঈদে মুক্তি পাওয়া সালমানের ছবির জন্য কিছুটা কমও বলা চলে। ঈদের দিন সেই ছবিই এক লাফে ২৫.৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে।
ট্রেড অ্যানালিস্টের রিপোর্ট অনুযায়ী, ছবিটি তৃতীয় দিনে ২৭ কোটি রুপি আয় করেছে। যা উদ্বোধনের সপ্তাহান্তে প্রায় ৬৫ কোটির ঘরে নিয়ে গিয়েছে ব্যবসাকে। এর সঙ্গে অন্যান্য পরিসংখ্যান ও বিদেশি সংগ্রহ সমেত কিসি কা ভাই কিসি কি জান তিন দিনে বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ১১৪ কোটি। বানিজ্যিক বিশ্লেষকদের অনেকেই ধারণা ক্রএছিলেন শিগগিরই এক শ কোটির ঘরে পৌঁছবে। সেটাই বাস্তবে পরিণত হলো।
‘কিসি কা ভাই কিসি কা জান’ পরিচালনা করেছেন ফারহাদ সামজি। এতে সালমান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতি প্রমুখ। বিশ্বব্যাপী ৫৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।