হোয়াটসঅ্যাপে আনসেন্ড, ডিলিট করা মেসেজ পড়ার উপায়
- আপডেট সময় : ১১:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে মেসেজ পাঠানোর সময় আমরা একে অপরকে ভুল মেসেজ পাঠিয়ে ফেলি। আগে এই বিষয়ে কিছু করা যেত না। কিন্তু বর্তমানে ইউজারদের কাছে মেসেজ ডিলিট করে ফেলার অপশন আছে। এই ফিচারটি মেসেজিংয়ের দুনিয়াটাকেই বদলে ফেলেছে। যদিও অনেক সময় কেউ কোন মেসেজ ডিলিট করে দিলে আমরা এটা জানার জন্য উদগ্রীব হয়ে উঠি যে ডিলিট করা মেসেজে কী লেখা ছিল। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু টিপস জানানো হল যেখানে আপনি ডিলিট করে দেওয়া মেসেজ পড়তে পারবেন। আপনি যদি একটি অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে নিচে দেওয়া টিপসগুলো আপনার অনেক কাজে আসতে পারে।
ডিলিট ম্যাসেজ পড়ার পদ্ধতি
নোটিফিকেশন হিস্ট্রি
ডিলিট করা মেসেজ পড়ার জন্য এটি হল প্রথম পদ্ধতি, যেটা গুগল নিজেই ইন্টিগ্রেট করেছে। নোটিফিকেশন হিস্ট্রি আপনার দ্বারা বাতিল করা নোটিফিকেশনগুলোও স্টোর করে রাখে। যেকোনো নোটিফিকেশনে ট্যাপ করলে আপনি সরাসরি অ্যাপে চলে যাবেন, যেখানে আপনি মেসেজ অ্যাক্সেস করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে যখন কোনও মেসেজ আসে তখন সেটা সবার প্রথমে নোটিফিকেশনে দেখা যায়। এই অবস্থায় ডিলিট এবং আনসেন্ড মেসেজ নোটিফিকেশনে পড়া যাবে।
নিম্নের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনারা নোটিফিকেশন হিস্ট্রি ট্যাব বের করতে পারবেন।
স্টেপ ১: সবার প্রথমে আপনার ফোনে সেটিংস অ্যাপ খুলতে হবে। তারপর আপনাকে নোটিফিকেশন অপশন সিলেক্ট করতে হবে এবং নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করতে হবে।
স্টেপ ২: তারপর আপনাকে নোটিফিকেশন হিস্ট্রি enable করতে হবে।
স্টেপ ৩: এভাবে আপনি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে যেকোনও ডিলিট করা মেসেজ দেখতে পাবেন।
তবে নোটিফিকেশন হিস্ট্রিতে মেসেজ শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই সেভ করা যায়। তারপরে এই মেসেজগুলো ডিলিট হয়ে যায়।
নোটিফিকেশন হিস্ট্রি খুব কার্যকর উপায়, তবে এই মুহুর্তে এই ফিচারটি সব অ্যানড্রয়েড ফোনে পাওয়া যায় না। শাওমি তাদের ইউজারদের এই ফিচারটি দেয় না। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নোটিফিকেশন হিস্ট্রির একটি দুর্দান্ত অপশন।
থার্ড পার্টি অ্যাপের ব্যবহার
WAMR হল এমন একটি দুর্দান্ত টুল যা আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম থেকে নয়, বরং অন্য যেকোনো মেসেজিং অ্যাপ থেকে ডিলিট করা মেসেজগুলো রিকভার করার অপশন দেয়। নোটিফিকেশন হিস্ট্রিতে যেখানে মেসেজ শুধুমাত্র ২৪ ঘন্টার জন্য সেভ করা যায়,সেখানে WAMR-এ ডিলিট করা মেসেজ সবসময়ের জন্য সেভ করা যায়৷ WAMR ব্যবহার করতে নিচের স্টেপগুলি অনুসরণ করতে হবে।
স্টেপ ১: প্রথমে আপনাকে Google Play Store থেকে WAMR অ্যাপ ইনস্টল করতে হবে।
স্টেপ ২: অ্যাপটি ইনস্টল করার পরে, আপনাকে এটিকে কিছু প্রয়োজনীয় পারমিশন যেমন নোটিফিকেশন অ্যাক্সেস দিতে হবে।
স্টেপ ৩: এখন আপনাকে সেই অ্যাপসগুলো নির্বাচন করতে হবে যেগুলোর নোটিফিকেশন আপনি সেভ করতে চান৷
স্টেপ ৪: সেটআপ সম্পূর্ণ করার পরে, আপনি যখনই হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে একটি ডিলিট মেসেজ দেখতে পাবেন, তখন আপনি WAMR অ্যাপে এই ডিলিট করা মেসেজটি পড়তে পারবেন।
আপনি যখন WAMR অ্যাপটিকে নোটিফিকেশন অ্যাক্সেস দেবেন তখন এটি আপনার সমস্ত নোটিফিকেশন পড়ার পারমিশন পেয়ে যায়। এর মধ্যে আপনার ব্যক্তিগত তথ্য যেমন কনট্যাক্ট, মেসেজ এবং ফটো অন্তর্ভুক্ত থাকে। যদিও WAMR সম্পর্কে ডেটা চুরি বা এই ধরনের কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বরং Google Play Store এ এই অ্যাপটি সম্পর্কে অনেক পজিটিভ রিভিউ রয়েছে।